নরসিংহ আখড়া রাম ভক্ত ও আদর্শ ভক্ত মণ্ডলের তিন দিনব্যাপী অনুষ্ঠান শিলচরে
বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় অনুষ্ঠিত হতে যাওয়া রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানকে কেন্দ্র করে গোটা দেশ যেখানে উৎসবের আমেজে মেতে উঠেছে, ঠিক তেমনি শিলচরেও তিনদিনব্যাপী ভব্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে শিলচর নরসিংহ আখড়া রাম ভক্ত ও আদর্শ ভক্ত মণ্ডল। বুধবার এক সাংবাদিক সম্মেলনে আয়োজকরা জানান, শ্রীরামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে আগামী ২০ জানুয়ারি রবিবার পূজার্চনা, ১০৮ হনুমান চালিসার একটানা বাদ্যযন্ত্র পাঠ, অপূর্ব আরতি সহ মহাপ্রসাদ বিতরণ করা হবে।
২১ জানুয়ারি শিলচরে আয়োজিত হবে বিশাল শোভাযাত্রা। আগামী ২২ জানুয়ারি ভজন-কীর্তন, আরতি ও মহাপ্রসাদ বিতরণ সহ বিকেলে দীপ উৎসবের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন আয়োজকরা। তিনদিনের কর্মসূচিকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।