“ইন্দ্রধনুষ ১.০”এর প্রথম প্রতিষ্ঠা দিবস পালন শিলচরে
বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : প্রাক্তন এনসিসি ক্যাডেটস অ্যাসোসিয়েশন এর উপস্থাপনায় “ইন্দ্রধনুষ ১.০”এর প্রথম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নিঃস্বার্থ সেবা এবং রাষ্ট্র সর্বোপরির মহৎ নীতিকে মাথায় রেখে শিলচর বঙ্গভবনে এক জাকজমক পূর্ণ ভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করেন জিসি কলেজের অধ্যাপক কে নয়নচাঁদ সিংহ এবং অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিশিষ্টজনেরা। তারপর উদ্বোধনী নৃত্যে গণেশ বন্দনা পরিবেশন করে প্রাক্তন ক্যাডেটরা।
যেখানে শিলচরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহন করে প্রণাম ডান্স আকাদেমি
ডিএনএনকে গার্লস এইচএস স্কুল,
শিলচর কলেজিয়েট স্কুল, সাই বিকাশ স্কুল, হ্যপি চাইল্ড স্কুল, মনমহোন মজুমদার বালিকা বিদ্যানিকেতন হাইস্কুল, প্রণবানন্দ ইন্টারন্যাশনাল স্কুল, ইমানুয়াল ইংলিশ হায়ার সেকেন্ডারি স্কুল মহর্ষি বিদ্যা মন্দির, বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয়, শিলচর দিল্লি পাবলিক স্কুল কেন্দ্রীয় বিদ্যালয়, শিলচর ডন বস্কো স্কুল, স্বর্নানন্দ সঙ্গীত মহাবিদ্যালয় প্রতিযোগিতা মুলক অনুষ্ঠানে প্রথম স্থান অধিকার করে প্রণবানন্দ ইন্টারন্যাশনাল স্কুল।যেখানে তারা মণিপুরি নৃত্য পরিবেশন করে যেখানে শ্রীকৃষ্নের আলাদা আলাদা রূপ পরিবেশিত হয়, দ্বিতীয় স্থান অধিকার করে শিলচর কেন্দ্রীয় বিদ্যালয় যেখানে বিষয় বস্তু ছিল দ্রৌপদীর বস্ত্রহরণ। তৃতীয় স্থান অধিকার করে দিল্লি পাবলিক স্কুল, অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে নয়নচাঁদ সিংহ, প্রাক্তন এএনও জিসি কলেজ হারানচন্দ্র দাস, প্রাক্তন সিটিও (গভর্মেন্ট বয়েস স্কুল) নিখিল পাল (রুপম ক্লাবের সাধারণ সম্পাদক) স্বর্ণালী চৌধুরী (সমাজ কর্মী) সন্তোষ কুমার দে (সমাজ কর্মী)।
অন্যদিকে এদিনের অনুষ্ঠানে প্রাক্তন এনসিসি অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে স্মারক এবং পুষ্পস্তবক দিয়ে সন্মান জানানো হয় রাইসিং ইউথ সোসাইটি, রূপম সামাজিক সাংস্কৃতিক এবং ক্রীড়া সংস্থা, রবিন হুড আর্মি ও খোঁজ শিলচর।
অনুষ্ঠানে নেপালি নৃত্যে পরিবেশন করে বর্তমান ক্যডেট রা এবং গারবা ও বিহু নৃত্য পরিবেশন করে প্রাক্তন ক্যডেটরা।
অসাধারণ সুন্দর ধামাইল নৃত্যের মাধ্যমে এদিনের অনুষ্ঠান সম্পন্ন হয়, শেষে সবাই জীতয় সঙ্গীত ও পরিবেশন করে।