১৫০ জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা বরাক চা শ্রমিক ইউনিয়ন ও চা যুব কল্যাণ সমিতির
বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : বরাক চা শ্রমিক ইউনিয়ন এবং বরাক উপত্যকা চা যুব কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে ২০২৩ সালের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়। রবিবার বরাক চা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় ২০২৩ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ১৫০ জন ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। এর পাশাপাশি আজ একজন খেলোয়াড়কেও সংবর্ধনা দেওয়া হয়।
শ্রমিক সমাজের পড়ুয়াদের মধ্যে শিক্ষা ক্ষেত্রে যে আমূল পরিবর্তন ঘটেছে : শচীন সাহু _____
চা শ্রমিক সমাজের পড়ুয়াদের উৎসাহিত করার উদ্দেশ্যে আজ বরাক চা শ্রমিক ইউনিয়ন এবং বরাক উপত্যকা চা যুব কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে ২০২৩ সনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রায় দেড়শো কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। বরাক চা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত আজকের অনুষ্ঠান ইউনিয়নের সভাপতি কৃপানাথ মালার পৌরহিত্য আয়োজিত হয়। এতে মঞ্চাসীন ছিলেন করিমগঞ্জ সাংসদ তথা বরাক চা শ্রমিক ইউনিয়নের সভাপতি কৃপানাথ মালা, অসম চা নিগম কর্পোরেশনের চেয়ারম্যান তথা বরাক চা শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা, কাছাড় কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর সন্তোষ রঞ্জন চক্রবর্তী, নেহেরু কলেজের অধ্যক্ষ সুভজিৎ চক্রবর্তী, আসাম বিশ্ব বিদ্যালয় লাইফ সাইন্সের প্রফেসর শুভদীপ রায় চৌধুরী, বরাক হিন্দি সাহিত্য সমিতির প্রাক্তন সহ সভাপতি কুঞ্জবিহারী গোয়ালা, বরাক চা শ্রমিক ইউনিয়নের উপ সভাপতি রাধেশ্যাম কৈরী, সহ সাধারণ সম্পাদক সনাতন মিশ্র, ক্ষিরোদ কর্মকার ও বিপুল কুর্মি ,বরাক চা যুব কল্যাণ সমিতির সভাপতি লালন প্রসাদ গোয়ালা প্রমুখ।
এদিন সভায় শিক্ষার্থিদের পাশাপাশি একজন কিশোর খেলোয়াড় আদিত্য চৌবেকেও সংবর্ধনা প্রদান করা হয়। সভার শেষে ইউনিয়নের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রয়াত জগন্নাথ সিং এর পত্নী প্রয়াত সাঁঝারি সিং এর মৃত্যুতে তাঁর আত্মার শান্তি ও সদ্গতি কামনা করে ১ মিনিটের নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি বক্তারা এধরনের আয়োজনের ভুয়সী প্রশংসা করেন। তারা বলেন ইতিমধ্যে শিক্ষা ক্ষেত্রে চা শ্রমিক সমাজের পড়ুয়ারা অনেক সাফল্য অর্জন করছেন। আর এধরনের আয়োজন গ্রামীণ তথা চা শ্রমিক সমাজের পড়ুয়াদের মধ্যে প্রেরণা যোগানোর কাজ করবে। তারা আগামিতেও এধরনের আয়োজনের প্রয়োজন রয়েছে বলে মনে করেন। এদিকে বরাক চা শ্রমিক ইউনিয়নের সভাপতি কৃপানাথ মালাহ ও সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা, সহ সাধারণ সম্পাদক সনাতন মিশ্র সহ বরাক উপত্যকা চা যুব কল্যাণ সমিতির সভাপতি লালন প্রসাদ যাদব ও কার্যকরি সভাপতি শচীন শাহু নিজের বক্তব্যে বিগত দশকে চা শ্রমিক সমাজের পড়ুয়াদের মধ্যে শিক্ষা ক্ষেত্রে যে আমূল পরিবর্তন ঘটেছে তা বিস্তারিত তুলে ধরেন এবং সমিতির এধরনের আয়োজনের ফলে আগামিতে আরও পরিবর্তন ঘটবে বলে সভায় তারা আশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানকে সুন্দর ভাবে আয়োজন তথা অনুষ্ঠানকে সফল করা জন্য সহযোগিতায় ছিলেন সহ সাধারণ সম্পাদক দুর্গেশ কুর্মি, প্রদীপ কুর্মি, শচীন সাহু, রঞ্জিত তেলী, বিশ্বজিৎ কৈরী, গন্গাসাগর কর্মকার, শিবসাগর গোঁড়, রাজ কুমার কুর্মি, কৈলাশ হাজাম, কিশোর রবিদাস, উদিত কুমার চৌবে, দীপক উপধ্যায়, মিথুন তাঁতী, পীযূষকান্তি নাথ, উষা সিং, মধুমিতা পাটোয়া, সুভাস বাক্তি, জিসু দেব, দিলীপ সিং ছেত্রী, প্রতাপ কুর্মি, শিবচরণ রবিদাস, বিজয় বাউরি সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠানটি পরিচালনা করেন বরাক চা শ্রমিক ইউনিয়নের সম্পাদক বাবুল নারায়ণ কানু।