গোবিন্দপুর ইস্ট এমই স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন সোনাই বিধায়কের

বরাক তরঙ্গ, ৫ জানুয়ারি : ডিএমএফটি তহবিল থেকে দশ লক্ষ টাকা ব্যয়ে গোবিন্দপুর ইস্ট এমই স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন  সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া। সোমবার এনিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিধায়ক সাজু বলেন, তিনি বিধায়ক নির্বাচিত হওয়ার পর সোনাই এলাকার সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়নে দিয়েছেন। ফলে প্রায় সবকটি স্কুলে সরকারি অনুদান বরাদ্দ হয়েছে। বিধায়ক করিম উদ্দিন বলেন, ডিলিমিটেশনের ফলে এই অঞ্চল সোনাইয়ে অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু নদীর ভাঙনে গোবিন্দপুর ইস্ট এমই স্কুলের জরাজীর্ণ অবস্থা দেখে অনুদান প্রদানের প্রচেষ্টা করেছেন।

আগামী মার্চের মধ্যে কাজ সম্পন্ন করতে বিভাগীয় ঠিকাদারকে অনুরোধ করেন তিনি। বাঁশকান্দি, আলগাপুর, গোবিন্দপুর, বাগেহর সহ বৃহত্তর এই অঞ্চলের ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার লক্ষ্যে ডিগ্রি কলেজ স্থাপনের প্রচেষ্টা করছেন বলে জানান বিধায়ক করিম উদ্দিন।

অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন স্থানীয় জিপি সভাপতির প্রতিনিধি নজির উদ্দিন চৌধুরী, এসএমসির সভাপতি আমির উদ্দিন, স্কুলের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন লস্কর, এপি প্রতিনিধি ফারুক আহমেদ চৌধুরী, বিধায়ক প্রতিনিধি জাকির হোসেন লস্কর সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *