গ্রাম থেকে প্রতিভা বের করতে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ : জয়ন্ত মল্ল
বরাক তরঙ্গ, ৬ জানুয়ারি : একজন পূর্ণ মানুষ হতে হলে খেলাধুলা অত্যন্ত জরুরি। খেলাধুলা ও শরীর চর্চা না করলে যুবক ও বৃদ্ধ বয়সে শরীরে অনেক সমস্যা দেখা দেয়। সব সময় শরীর চর্চা ও খেলাধৃলা করা একান্ত দরকার। কথাগুলো বলেন, জনস্বাস্থ্য কারিগরি ও কাছাড জেলা অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্লম বরুয়া। শনিবার অসম সরকারের খেলা মহারণের জেলা ভিত্তিক খেল মহারণের উদ্বোধন অনুষ্ঠানে মুখ্য অতিথি মন্ত্রী জয়ন্ত মল্লব বরুয়া খেলাধুলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। উধারবন্দ ডিএনএস স্কুল মাঠে কাছাড জেলা ভিত্তিক খেল মহারণ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন কাছাড জেলা আয়ুক্ত রোহনকুমার ঝা।
এ দিন উধারবন্দ ডিএনএস স্কুল মাঠে কাছাড জেলার সাতটি বিধানসভা এলাকা থেকে এস্তরেটিক বিভাগের ১০০, ২০০, ৪০০, ৮০০ মিটারের অনুর্থ ১৯ ও উর্ধ্ব ১৯ প্রতিযোগিদের খেলা অনুষ্ঠিত হয়। এ ছাড়া ডলু, লক্ষীপুর লাবক চা বাগান মাঠ, ধলাই স্কুল মাঠ, ইটখলা মাঠে ফুটবল, ভলিবল, খো,খো, কবাডি খেলা অনুষ্ঠিত হবে। পাঁচটি মাঠে পাঁচটি ইভেন্ট অনুষ্ঠিত হবে। খেল মহারণে উদ্দেশ্য ব্যাখ্যা করেন কাছাডের জেলা আয়ুক্ত রোহনকুমার ঝা। কাটিগড়া, উধারবন্দ, বড়খলা, ধলাই, লক্ষীপুর, শিলচর সোনাই বিধান সভার যুবকযুবতীরা বিভিন্ন ধরনের খেলায় অংশ গ্রহণ করেন। উধারবন্দ খেল মহারণে উদ্বোদন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাছাড় জেলা পুলিশ সুপার নুমুল মাহাতো, উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, কাছাড জেলা পরিষদ চেয়ারম্যান অমিতাব রায়, কাছাড় ডিএসও সত্যজিত দাস সহ বিশিষ্ট সমাজ সেবী সহ অন্যান্য বিশিষ্ট নাগরিকরা।
অনুষ্ঠানে মন্ত্রী জয়ন্ত মল্লব বরুয়া আরও বলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা খেল মহারণে মাধ্যমে গ্রাম থেকে গ্রামান্তরের লুকিয়ে থাকা খেলোয়াড়দের খোঁজে বের করতে এ মহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন। জিপি থেকে ব্লক, ব্লক থেকে জেলা, জেলা থেকে রাজ্য স্তরে খেল মহারণ অনুষ্ঠিত হবে। এতে গ্রামের লুকিয়ে থাকা খেলোয়াড়দের বের করতে এদের চিন্তিত করে রাজ্য সহ আন্তর্জাতিক খেলায় খেলোয়াড়রা অংশ গ্রহণ করে গোটা অসমের নাম উজ্জ্বল করবে বলে আশাবাদী মন্ত্রী ও অসম সরকার। অনুষ্ঠানে ঝুমুর নৃত্য, ধামাইল নৃত্য, মণিপুরি নৃত্য প্রদর্শন করা হয়। কাছাড জেলা ভিত্তিক খেল মহারণে খেলা পাঁচটি মাঠে ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি অবধি চলবে।