কাছাড়ে ই-নিধি অ্যাপ চালু করলেন সঞ্জয় কিষান
বরাক তরঙ্গ, ৫ জানুয়ারি : চা শ্রমিকদের জন্য অসমে প্রথমবার কাছাড় জেলায় ই-নিধি অ্যাপ চালু করা হল। শুক্রবার শিলচর ভঙ্গ ভবনে আনুষ্ঠানিক ভাবে ই-নিধি অ্যাপের উদ্বোধন করা হয়। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রম ও কল্যাণ বিভাগের মন্ত্রী সঞ্জয় কিষান বলেন, এই অ্যাপের মাধ্যমে চা শ্রমিকরা ঘরে বসে তাদের পিএফের কত টাকা জমা হয়েছে তা দেখতে পারবেন। এ ছাড়াও অ্যাপের মাধ্যমে শ্রমিকরা লোনের জন্য আবেদন করতে পারবেন। তিনি আরও বলেন, ই-নিধি অ্যাপ চা শ্রমিকরা কি ভাবে চালাবেন তার জন্য চা শ্রমিকদের প্রশিক্ষন দেওয়া হবে। যাতে অ্যাপের মাধ্যমে চা শ্রমিকরা বিভিন্ন ধরনের সুবিধা লাভ করতে পারেন।
এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেরোশ গোয়াল, বি কল্যাণ চক্রবর্তী, সুরজিৎ দাস, প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা, উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, ঋষভ কলিতা সহ চা শ্রমিক নেতারা।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।