জাপানে দুই বিমানের ধাক্কায় পাঁচ কোস্টগার্ডের মৃত্যু

৩ জানুয়ারি : টোকিওর হানেদা বিমানবন্দরে রানওয়েতে দুই বিমানের সংঘর্ষে পাঁচ জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। মঙ্গলবার হানেদা বিমানবন্দরে অবতরণের সময় জাপানি উপকূলরক্ষী বাহিনীর একটি বিমানে ধাক্কা মেরেছিল জাপানি এয়ারলাইন্সের একটি বিমান। ওই বিমানে আট শিশু এবং ১২ জন ক্রু সদস্য সহ মোট ৩৭৯ জন ছিলেন। তাঁদের নিরাপদে উদ্ধার করা গেলেও, উপকূলরক্ষী বাহিনীর বিমানে থাকা ছয়জনের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাপান কোস্টগার্ড।

জাপানে ভয়ঙ্কর ভূমিকম্প এবং সুনামির পর উপদ্রুত এলাকাগুলিতে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য কোস্টগার্ডের ওই বিমানটি অপেক্ষা করছিল। আর যাত্রীবাহী বিমানটি হোক্কাইডো দ্বীপের শিন–চিটোসে বিমানবন্দর থেকে টোকিওর হানেদা বিমানবন্দরে এসেছিল। অবতরণের সময়ই কোস্টগার্ড বিমানের সঙ্গে সেটির ধাক্কা লাগে। দুই বিমানের সংঘর্ষে আগুন লেগে যায় যাত্রীবাহী বিমানে। আগুন নেভাতে ৭০টিরও বেশি দমকলের ইঞ্জিন মোতায়েন করা হয়। তবে, বিমানটি আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। ছবি সংগৃহিত।

Author

Spread the News