নিয়ন্ত্রণ হারিয়ে বনভোজনের গাড়ি পুকুরে, আহত একাধিক
বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : ফের বছরের প্রথম দিন শনবিল এলাকায় দুর্ঘটনা শিকার হল বনভোজনে যাওয়া একটি গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে বলেরো পিকআপ পুকুরে পড়ে যায়। এতে গাড়ির নিচে প্রায় ১৩ জন যাত্রী আটকে পড়েন। তাদের চিৎকারে স্থানীয়রা দৌড়ে এসে পুকুরে নেমে উদ্ধার করে ১০৮ দিয়ে রামকৃষ্ণনগর হাসপাতালে পাঠান। সোমবার বেলা দুইটা নাগাদ শনবিল এলাকার দেবদারে এ দুর্ঘটনাটি সংঘটিত হয়। খবর পেয়ে কালীনগর ও এডি ক্যাম্পের পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেন।
স্থানীয়রা জানান, দ্রুত গতিতে আসা বোলেরো পিকআপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। গাড়িতে থাকা যুবকরা বনভোজনের উদ্দেশ্যে শনবিল যাচ্ছিলেন। যুবকরা খাগাইল থেকে আসছিলেন বলে তারা জানান। পিকনিক স্পট থেকে দেড়েক কিলোমিটার দূরে দুর্ঘটনার মুখে পড়েন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা যায়। দুজনকে রামকৃষ্ণ নগর হাসপাতাল থেকে শিলচর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। তবে চালকসহ আহতদের নাম জানা যায়নি।