করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন বিরোধী ছাত্র সংগ্রাম কমিটির সভা

বরাক তরঙ্গ, ৪ জানুয়ারি : স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গঠিত ছাত্র যুব সংগ্রাম কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। রবিবার অন্যতম আহ্বায়ক প্রজ্জ্বল দেবের সভাপতিত্বে নবগঠিত কমিটির করিমগঞ্জের সেটেলমেন্ট রোডে অনুষ্ঠিত হয় সভাটি। সভায় উদ্দেশ্য ব্যাখ্যা করেন আহ্বায়ক সাদিক আক্তার। তিনি সাম্প্রদায়িক অভিসন্ধি নিয়ে জনমতকে উপেক্ষা করে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে চলমান আন্দোলনকে তীব্রতর করার জন্য আহ্বান জানান। সভায় আন্দোলনকে তীব্রতর করার জন্য সুচিন্তিত বক্তব্য রাখেন অন্যতম আহ্বায়ক সঞ্চিতা শুক্ল, কোষাধ্যক্ষ সুজিত কুমার পাল, সাদিক আহমেদ পাতিদার, রাধা কোঁহার, পপিরা ইয়াসমিন, সাদিক আহমেদ, আশ্রাফুল আম্বিয়া সহ কমিটির সদস্যরা। উক্ত সভায় বিস্তৃত আন্দোলনের কার্যসূচি গ্ৰহণ করা হয়। কমিটির পক্ষ থেকে ব্যাপক লিফলেট বিতরণ, ব্যাপক পোস্টারিং, ওয়ালিং করা, ভিন্ন ভিন্ন স্থানে পথনাটক ” করিমগঞ্জের পাঁচালী” র প্রদর্শন করা, বুলেটিন প্রকাশ ও বিতরণ করা এবং ভাঙ্গা, বদরপুর, করিমগঞ্জ, চরগোলা, নিলাম বাজার, আসিমগঞ্জ, রাতাবাড়ি, আনিপুর, পাথারকান্দি, ফকিরাবাজার ও রামকৃষ্ণ নগর, দুল্লভছড়া সহ বিভিন্ন অঞ্চলে ছাত্র যুব অভিবর্তন আয়োজন করা ও ছাত্র যুব সংগ্ৰাম কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্ৰহণ করা হয়।

সভাপতির বক্তব্যে প্রজ্জ্বল দেব বলেন, যুগে যুগে ছাত্র যুব শক্তি অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে সংগ্ৰাম করেছে এবং বিজয়ী হয়েছেন। সাম্প্রদায়িক অভিসন্ধি নিয়ে বঙ্গভঙ্গের সিদ্ধান্তের বিরুদ্ধে দীর্ঘ ছয় বছর ধরে দীর্ঘস্থায়ী আন্দোলন পরিচালনা করে রবীন্দ্রনাথ ঠাকুর ও সেসময়ের ছাত্র-যুব-জনশক্তি প্রবল প্রতাপশালী বৃটিশ সরকারকে অন্যায় সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য করেছিল।তাই স্বাধীনতা আন্দোলন, মাতৃভাষা রক্ষার আন্দোলন এবং বিভিন্ন গণআন্দোলনের ঐতিহ্যমন্ডিত করিমগঞ্জের জেলার নাম পরিবর্তনের একপক্ষীয়,অন্যায় ও অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে ছাত্র যুবকদের দীর্ঘস্থায়ী,ধারাবাহিক এবং শক্তিশালী আন্দোলন গড়ে তুলে সরকারকে নাম পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য বাধ্য করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *