মরিগাঁও পুলিশের জালে তিন কুখ্যাত সাইবার অপরাধী

বরাক তরঙ্গ, ৪ জানুয়ারি : মরিগাঁওয়ে সাইবার অপরাধীর বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য অর্জন করেছে পুলিশ । প্রাপ্ত খবর অনুযায়ী শনিবার রাতে মরিগাঁও অপরাধ শাখার পুলিশে মৈরাবাড়ি ও ধিঙে সাইবার বিরোধী অভিযান চালিয়ে ৩ কুখ্যাত সাইবার অপরাধী গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত সাইবার অপরাধীরা মৈরাবাড়ি থানার অন্তর্গত হাতিমুড়িয়া গ্রামের ৪ নং ওয়ার্ডের মুক্তার হোসেন, লেংড়িবড়ি গ্রামের ১ নং ওয়ার্ডের বাহারুল ইসলাম ও নগাঁও জেলার ধিঙের মুস্তাক আহমেদ ওরফে আনারুল বলে শনাক্ত করে পুলিশ।

উল্লেখ্য, মরিগাঁও জেলার বিভিন্ন জায়গায় থেকে এখন পর্যন্ত ৩০০টা সাইবার অপরাধীকে জেল হাজতে প্রেরণ করেছে। এর পরেও মরিগাঁও জেলার সংখ্যালঘু অঞ্চলের একাংশ সাইবার অপরাধীরা অন্য মানুষের নামে ভুয়া পান কার্ড, আঁধার কার্ড ব্যবহার করে বিভিন্ন ব্যাঙ্ক থেকে জালিয়াতি করে লক্ষ লক্ষ টাকার ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে।

এদিকে, ধৃত তিন সাইবার অপরাধীর বিরুদ্ধে মৈরাবাড়ি থানায় ১৭৮/২৪ নং মামলায় ৬১(২)/৩১৯(২)/৩১৮(৪)/৩৩৮/৩৩৬(৩)/৩৪০(২)/৩(৫) বিএনএস ২০২৩ ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৬(সি)/৬৬(ডি) ধারায় মামলা পুঞ্জীভূত ছিলেন। ধৃত তিন  কুখ্যাত সাইবার অপরাধী গত এক বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন অবশেষে পুলিশে তাদের কে গ্রেফতার করতে সক্ষম হন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *