মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৪ জানুয়ারি : সর্বধর্ম সমন্বয়ের বার্তা আরও শক্তিশালী হল বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার নতুন কমিটি গঠন সর্বধর্ম সমন্বয়, পারস্পরিক সহনশীলতা ও সামাজিক সম্প্রীতির আদর্শকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বরাক উপত্যকার বিশিষ্ট সাংবাদিক ও চিন্তাবিদ ড° হারাণ দে। দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হারাণ দে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।সংগঠনের সাধারণ সম্পাদক পদে গুরু দায়িত্ব অর্পণ করা হয়েছে বিশিষ্ট আইনজীবী আবুল হাসনাত চৌধুরী-এর উপর। সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা সংগঠনের কাজকে আরও গতিশীল করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। পাশাপাশি, এইচ এম আমির হোসেনকে কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
নবগঠিত কমিটিতে উপ-সভাপতি হিসেবে ডাঃ মোস্তফা আহমেদকে বহাল রাখা হয়েছে। তাঁর সঙ্গে আরও চারজন বিশিষ্ট ব্যক্তিকে এই পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা হলেন যথাক্রমে সাধন পুরকায়স্থ, গোলাম মুমিত চৌধুরী, প্রতিমা চক্রবর্তী ও চিন্ময় পুরকায়স্থ।সংগঠনের প্রশাসনিক কাজকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে যুগ্ম সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক সমর্পণ নাথ, এম রিয়াজুল আজহার লস্কর ও আইনজীবী মুহসিন আলম-কে। কোষাধ্যক্ষ হিসেবে ধর্মীয় পণ্ডিত উপেন্দ্র মিশ্র-এর উপর আস্থা রাখা হয়েছে।
এছাড়া, সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিলন উদ্দিন লস্কর, রিন্টি দাস ও ইমদাদুল হক চৌধুরী (রাঙ্কু)। সংগঠনের বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে প্রচার সচিব পদে মনোনীত করা হয়েছে আইনজীবী এ এম ইফতিকার, পূর্ণিমা রবিদাস ও সালেহ আহমদ তালহা সাবেরি-কে।নবগঠিত কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন পম্পা দাস ভট্টাচার্য, বিলাল আহমেদ চৌধুরী, জওহরুন নেছা খান, আইনজীবী সমছুল ইসলাম ও দিলওয়ারা বেগম।সংগঠনের পথনির্দেশক হিসেবে উপদেষ্টা পরিষদে আরও ৯ জন বিশিষ্ট ধর্মীয় ও সমাজকর্মীকে স্থান দেওয়া হয়েছে। তাঁরা হলেন রেভারেন্ড লালরিনথারা, স্বামী গণধীশানন্দ মহারাজ, মহাবীর প্রসাদ জৈন, ড° যোগেশ্বর বর্মণ, গীতা মুখার্জি, শাক্য বংশ ভিক্ষু, এল্ডার নিমাই দে, মাওলানা আব্দুল জলিল বড়ভুইয়া ও সিনাম মণিমোহন সিংহ।



