‘নকলনবিশি করা তো শিল্পের একটা ধরন’ : সাংসদ কল্যাণ
২০ ডিসেম্বর : উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরকে অনুকরণ, বিতর্কে নাম জড়ায় বর্ষীয়ান তৃনমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়য়ের। বুধবার এই কর্মকাণ্ডের ব্যাখ্যা দিলেন শ্রীরামপুরের সাংসদ। বললেন, ‘নকলনবিশি করা তো শিল্পের একটা ধরন।’
শ্রীরামপুরের তৃণমূল সাংসদ বলেন, ‘নকল সংসদ অধিবেশন চলছিল মঙ্গলবার। আমি বলিনি যে সেটা লোকসভা না কি রাজ্যসভা। এটা যদি ধনকর নিজের গায়ে মেখে নেন, তা হলে আমি অসহায়। উনি কি সত্যিই রাজ্যসভায় এ রকম আচরণ করেন? এটাই আমার প্রশ্ন। কারও ভাবাবেগে আঘাত করার কোনও অভিপ্রায় ছিল না আমার। ধনকর সাব আমার সিনিয়র। উনি আমার পেশাতেই ছিলেন। উনি আইনজীবী ছিলেন। আমিও আইনজীবী। আমাদের পেশায় আমরা কারও ভাবাবেগে আঘাত করি না। আমি ওঁকে শ্রদ্ধা করি।প্রধানমন্ত্রীও সংসদের মধ্যে অতীতে মিমিক্রি করেছেন। তার জন্য কি তিনিও ক্ষমা চাইবেন?’
অন্যদিকে, মুখ্যমন্ত্রী ধনকরকে কল্যাণের ‘অশ্রদ্ধা’ প্রসঙ্গে বলেন, ‘আমরা তো সবাইকে শ্রদ্ধা করি। এখানে অশ্রদ্ধার কোনও প্রশ্নই নেই। রাহুল যদি ভিডিয়ো না তুলত, তাহলে তো আপনারা জানতেও পারতেন না।’ খবর : উত্তরবঙ্গ সংবাদ।