হাইলাকান্দিতে কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন কমিটি গঠিত

বরাক তরঙ্গ, ১৭ ডিসেম্বর : ৪২ এর ভারতছাড়ো আন্দোলনের অন্যতম শহিদ বীরাঙ্গনা কনকলতার জন্ম শতবর্ষ উদযাপনের উদ্দেশ্যে হাইলাকান্দির স্থানীয় মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাগৃহে বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। রবিবার কবি অধ্যাপক দেবদত্ত চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উদ্দেশ্য ব্যাখ্যা করেন শিক্ষক সৌরভ পাল। সভায় প্রাসঙ্গিক বক্তব্য তুলে ধরেন সমাজকর্মী সুশীল পাল, কবি-সাহিত্যিক সৌম্যকান্তি ভট্টাচার্য, সারা আসাম কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক ময়ূখ ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত শিক্ষক সাহিত্যিক সুব্রত পুরকায়স্থ, আল আমিন বিদ্যালয়ের চেয়ারম্যান গুলেনুর হোসেন মজুমদার, আসাম সাহিত্য সভার হাইলাকান্দি শাখার সম্পাদক অনিন্দ্য নাথ প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে শহিদ কনকলতার জীবনের বিভিন্ন প্রাসঙ্গিক দিক উল্লেখ করে আজকের যুব প্রজন্মকে কনকলতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান। সভায় সর্বসম্মতিক্রমে অধ্যাপক দেবদত্ত চক্রবর্তীকে সভাপতি এবং সৌরভ পালকে সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ট “শহিদ কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন কমিটি, হাইলাকান্দি” গঠিত হয়। আগামী ২২ ডিসেম্বর জন্মশতবর্ষের  শুরুতে শোভাযাত্রা ও সভা এবং বর্ষব্যাপী যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে শহিদ কনকলতার  জন্ম শতবর্ষ পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Author

Spread the News