শিলচরে খেল মহারণের সমাপ্তিতে ব্যাপক আয়োজন
বরাক তরঙ্গ, ১২ ডিসেম্বর : ব্যাপক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমেই সমাপ্ত হল খেল মহারণের শিলচর বিধানসভা ভিত্তিক আয়োজন। বলতে গেলে এক সফল সমাপ্তি। নাচ, গান, ব্যান্ড, সভা, সংবর্ধনা, আতসবাজির সেলিব্রেশন এবং সর্বোপরি ফ্লাড লাইটের আলোয় ফুটবল ফাইনাল ও সবগুলো বিভাগের পুরস্কার বিতরণের জাঁকালো আয়োজন ছিল উল্লেখযোগ্য। মঙ্গলবার সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে এনিয়ে উৎসাহী জনতার সমাগম ঘটে ব্যাপক। প্রতিযোগিতার পুরস্কারের অধিকাংশ ক্ষেত্রে শিলচর ইউএলভি বাজিমাত করে। প্রতিযোগিতার বিভিন্ন বিভাগের মধ্যে অনূর্ধ্ব ১৯ খো খো-তে চ্যাম্পিয়ন শিলচর ইউ এল ভি, রানার্স ঘুংঘুর জিপি, মহিলা খো খো চ্যাম্পিয়ন শিলচর ইউএলভি, রানার্স তোপখানা জিপি, কাবাডিতে চ্যাম্পিয়ন শিলচর ইউএলভি, রানার্স ঘুংঘুর জিপি। মহিলা কাবাডি তে চ্যাম্পিয়ন শিলচর ইউএলভি, রানার্স অম্বিকাপুর জিপি,কাবাডি উর্ধ্ব ১৯ পুরুষ কাবাডিতে চ্যাম্পিয়ন তারাপুর জিপি, রানার্স ভজন্তিপুর জিপি। উর্ধ্ব ১৯ ভলিবলে চ্যাম্পিয়ন তারাপুর জিপি, রানার্স শিলচর ইউএলভি। অনূর্ধ্ব ১৯ ভলিবলে একমাত্র দল ভজন্তিপুর জিপি পুরস্কার গ্রহণ করে। আকর্ষণীয় ফুটবল ফাইনালে উর্ধ ১৯ বছর বয়সের ফুটবল ফাইনালে চ্যাম্পিয়নের খেতাব দখল করে ভজন্তিপুর জিপি, রানার্স আপ হয় মেহেরপুর জিপি। অনূর্ধ্ব ১৯ ফুটবলের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বাজিমাত করে শিলচর ইউএলবি। রানার্স আপ খেতাব দখল করে মধুরবন্দ।
এদিন ফুটবল ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে ছিলেন হিতব্রত ভট্টাচার্য, ডাঃ হিতব্রত দাস ও অনির্বাণ জ্যোতি গুপ্ত। খেলা শুরুর আগে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত রাষ্ট্রীয় স্বয়ং সংঘের দক্ষিণ প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায়, রেফারি অ্যাসেসর মৃণালকান্তি রায়, খেল মহারণ আয়োজক সভাপতি বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলার অতিরিক্ত আয়ুক্ত ড০ খালেদা সুলতানা আহমেদ, সহকারী আয়ুক্ত জুনালি দেবী, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, সাবেক সভাপতি বাবুল হোড়, জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায় , শিলচর ডেভেলপমেন্ট অথোরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব প্রমুখ উপস্থিত হন। অনুষ্ঠানে সুন্দর জীবন গঠনে খেলাধুলার প্রাসঙ্গিকতা বিষয়ে সারগর্ব বক্তব্য পেশ করেন গৌরাঙ্গ রায়। খেল মহারণ আয়োজনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সদর্থক চিন্তাধারা বিষয়ে আলোকপাত করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিনের পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিএসএ -র সহ সচিব তথা ক্রীড়া সংগঠক (প্রশাসন) দেবাশিস সোম।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।