যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভোট, আটকে গেল যুদ্ধবিরতির প্রস্তাব

৯ ডিসেম্বর : ‘ভেটো ক্ষমতাধর’ যুক্তরাষ্ট্রের বিপক্ষের ভোটে ভেস্তে যায় গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে আটকে যায় সংযুক্ত আরব আমিরাতের উত্থাপিত প্রস্তাবটি। শুক্রবার প্রস্তাবটি তোলা হয়।

ভোটাভুটির এ ঘটনা নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। অস্থায়ী সদস্য সংযুক্ত আরব আমিরাতের উত্থাপিত এই প্রস্তাবের পক্ষে ১৫ সদস্যের পরিষদে, পক্ষে ভোট দেয় ১৩ দেশ। ভোটদানে বিরত ছিল যুক্তরাজ্য। কিন্তু ‘ভেটো ক্ষমতাধর’ যুক্তরাষ্ট্র বিপক্ষে ভোট দেওয়ায় ভেস্তে যায় প্রস্তাবটি। মুখে সংঘাত বন্ধের কথা বললেও, এ ঘটনার মাধ্যমে যুদ্ধ ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল দেশটি। প্রসঙ্গত, নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের ভেটো (আমি মানি না) ক্ষমতা রয়েছে। এ দেশগুলোর কোনো একটি বিপক্ষে ভোট দিলে প্রস্তাব পাস করা যায় না।

এ দিকে, গাজায় ইজরায়েলের তাণ্ডবে একদিনেই নিহত হয়েছেন ৩৫০ জনের বেশি ফিলিস্তিনি। যুদ্ধবিরতির পর থেকে এক দিনে এত জোরদার হামলা আগে কখনো চালায়নি ইজরায়েলি বাহিনী। উপত্যকাটিতে ৪৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে তেল আবিব।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় বৃহস্পতিবার ৩৫০ জনের বেশি নিহত হয়েছেন। আর সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত উপত্যকাটিতে মারা গেছেন ১৭ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত ৬০ হাজার। নিহত ব্যক্তিদের ৭০ শতাংশই নারী ও শিশু। একই সময়ে পশ্চিম তীরে হামলায় নিহত হয়েছেন ২৭০ জন। সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হয়েছে দক্ষিণ গাজার খান ইউনিসে। খবর : রিডমিক নিউজ।

Author

Spread the News