ছোট দুধপাতিলে মণিপুরি ইউনিটি কনভেনশনে আসছেন মুখ্যমন্ত্রী

বরাক তরঙ্গ, ৮ ডিসেম্বর : জাতি দাঙ্গায় বিধ্বস্ত পড়শী রাজ্য মণিপুর। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও হিংসাত্মক ঘটনার খবর পাওয়া যাচ্ছে প্রায়শই। এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুঁজতে বরাকের মণিপুরিদের ঐক্যবদ্ধ করার প্রয়াস শুরু করেছে অল আসাম মণিপুরি ইয়ুথস অ্যাসোসিয়েশন (আমিয়া)। শিলচরের অনতিদূর দুধপাতিল গ্রামে আগামী ১৭ ডিসেম্বর ‘মণিপুরি ইউনিটি কনভেনশন’ শিরোনামে এক সম্মেলনের ডাক দিয়েছে সংস্থা। এতে মুখ্য অতিথি হয়ে আসছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ।

অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা কুন্দল ক্ষেত্রিমায়ুম জানিয়েছেন, মণিপুরের বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে বরাকের মৈতৈ, বিষ্ণুপ্রিয়া ও পাঙ্গাল মণিপুরি সম্প্রদায়ের এই তিনটি শাখাকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে-ই মণিপুরি ইউনিটি কনভেনশন-এর উদ্যোগ। তিনি উল্লেখ করেন, সম্মেলন শুরু হবে সকাল ৮টায়। এরপর বেলা ১টা থেকে প্রকাশ্য সমাবেশ। তিন শাখার অন্তত ১০ হাজার মণিপুরি যোগ দেবেন সম্মেলনে। সেখানে বসেই স্থির হবে মণিপুরে শান্তি প্রতিষ্ঠার ভবিষ্যৎ কর্মপন্থা। তিনি আরও বলেন, আগামী ১০ ডিসেম্বর মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ বরাকে আসবেন বলে ভূয়া প্রচার চলছে।

Author

Spread the News