বর্ষাপাড়া মাতাতে তৈরি ঈশান-সূর্যের ভারত
ইকবাল লস্কর (গুয়াহাটি থেকে),
২৮ নভেম্বর : আসন্ন ২০২৪ সালের টোয়েন্টি২০ বিশ্বকাপের মূলপর্বে জায়গা করার জন্য নামিবিয়ার মাটিতে চলছে শেষ মহারণ। আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যুগ্মভাবে অনুষ্ঠেয় বিশ্বকাপে জায়গা করতে জোর লড়াই চলছে। নামিবিয়ার সঙ্গে কেনিয়া বা উগান্ডা সেই বিশ্বকাপে খেলতে পারে। বিদায় ঘটতে চলেছে জিম্বাবোয়ের। নামিবিয়ায় যেখানে বিশ্বকাপে পৌঁছনোর লড়াই চলছে, সেখানে ভারতে শুরু হয়ে গেছে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি। পাঁচ ম্যাচের সিরিজে খেলছে ভারত ও অস্ট্রেলিয়া। কাল গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচ।
প্রথম দু’টি ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে নেওয়ার পর কাল জিতলেই সিরিজ পকেটে পুরে নেবে ভারত। নতুন অধিনায়ক সূর্যকুমার যাদব এখানেই ৩-০ করে ফেলতে চাইছেন। প্রথম দুই ম্যাচে একাদশে পরিবর্তন করেননি। কাল জিতে গেলে বাকি দুই ম্যাচ পরীক্ষা-নিরীক্ষায় ব্যবহার করা যাবে। কাল মাত্র ৬০ রান করতে পারলে চতুর্থ ভারতীয় হিসেবে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ২০০০ রান হয়ে যাবে সূর্যর।
ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দল কিন্তু এই সিরিজকে মোটেও হাল্কাভাবে নিচ্ছেনা। বিশ্বকাপ জিতেও দেশে ফিরে যাননি স্টিভ স্মিথ, জোস ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়নিস, অ্যাডাম জাম্পার মতো চ্যাম্পিয়নরা। এতেই বোঝা যাচ্ছে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তাঁরা কতটা সিরিয়াস। প্রথম ম্যাচে বিশাখাপত্তনমে ৫০ বলে ১০০ রান করেছিলেন জোস ইংলিস। স্মিথ করেছিলেন হাফ সেঞ্চুরি। ২০৮ রান করেও ম্যাচ বাঁচাতে পারেনি অস্ট্রেলিয়া। রবিবার তিরুবনন্তপুরমে রান তাড়া করতে নেমে তারা ১৯১ রান পর্যন্ত গিয়েছিল তারা। মূলত অস্ট্রেলিয়ার বোলিংকে প্রতি ম্যাচেই নির্বিষ করে দিচ্ছে ভারতের ব্যাটাররা।
কম রানের ইনিংস খেললেও রিঙ্কু সিং কিন্তু তুফান তুলছেন। ১৪ বলে ২২ এবং ৯ বলে ৩১ রান করেছেন প্রথম দুই ম্যাচে। দুবারই অপরাজিত থেকেছেন কেকেআরের তারকা ব্যাটসম্যান। পরপর দুই ম্যাচে অর্ধশতরান করেছেন ঈশান কিষাণ। বলা যায়, বিশ্বকাপের জায়গা পাকা করে ফেললেন এই উইকেটকিপার। এমনকি ঋষভ পন্থ ফিরে এলেও কিষাণ তাঁকে চ্যালেঞ্জ জানাবেন।
এদিকে, আজ বর্ষাপাড়ায় বেশ নিরুত্তাপ পরিবেশ দেখা গেল। একটা আন্তর্জাতিক ম্যাচ হয়ে যেভাবে নিরাপত্তা নিয়ে কড়াকড়ি থাকে, তা ঠিকই আছে। কিন্তু দর্শকদের উন্মাদনা নেই। বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচে যে ধরনের ভিড় ছিল, তারও ছিটেফোঁটা কিন্তু দেখা যাচ্ছে না। হয়তো বিরাট কোহলি, রোহিত শর্মা, মহম্মদ সামি কিংবা যশপ্রীত বুমরা খেলছেন না বলে দর্শকদের আগ্রহ কম। কিন্তু আগামী টি২০ বিশ্বকাপ মাতাবেন আজকের গুয়াহাটিতে হাজির এই উঠতি তারকারাই। ঈশান-সূর্যের ভারত কাল বর্ষাপাড়া মাতাতে তৈরি।