আমাদের ধর্মনিরপেক্ষতার পাঠ দেওয়ার দরকার নেই বিশ্বের : ভাগবত
২৮ নভেম্বর : আমাদের ধর্মনিরপেক্ষতার পাঠ দেওয়ার দরকার নেই বিশ্বের, কারণ ভারত স্বাভাবিকভাবেই ধর্মনিরপেক্ষ ভাবধারার রক্ষাকর্তা। জানালেন আরএসএস প্রধান মোহন ভাগবত। রবিবার সন্ধ্যায় গ্রেটার নয়ডাতে সারদা বিশ্ববিদ্যালয়ের ‘স্ব-আধারিত ভারত’ শীর্ষক একটি সেমিনারে বক্তব্য রাখেন তিনি। আরএসএস প্রধান বলেন, ভারতকে ধর্মনিরপেক্ষতা শেখানোর জন্য গোটা বিশ্বের প্রয়োজন নেই।
কারণ ভারত সমস্ত ধর্মকে শ্রদ্ধা করে। ভারতের সংবিধানেই ধর্মনিরপেক্ষতার কথা বলা রয়েছে। আমরা সবসময়ই বৈচিত্রের মধ্য়ে ঐক্য এই মতবাদে বিশ্বাসী। আমরা হুন, কুষাণ, ইসলামকে দুহাত বাড়িয়ে স্বাগত জানিয়েছিলাম। আমাদের এই মাটি এতটাই সমৃদ্ধ যে এখানে যাঁরাই এসেছেন তাদেরকেই স্বাগত জানাতেন এখানকার রাজা মহারাজারা। আমাদের কোথাও কোনও সমস্যা ছিল না। সেটা আবহাওয়া হতে পারে, খাবার হতে পারে বা আধাত্ম্যবাদ হতে পারে। এখানে যারা আশ্রয় নিতে চেয়েছেন তাদেরই আশ্রয় দিয়েছি আমরা। আমরা সকলকে আহ্বান করেছি কারণ আমাদের ধর্ম এই শিক্ষাই দিয়েছে। বিশ্বগুরু ভারতের জন্য ধর্ম পালনের কথা জানিয়েছেন আরএসএস প্রধান।