সুপারি গাছ থেকে পড়ে গুরুতর আহত শিশু
বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : সুপারি গাছ থেকে পা পিছলে পড়ে গুরুতর আহত হয়েছে সাত বছরের এক শিশুপুত্র। তার একটি পা সম্পূর্ণ রুপে ভেঙ্গে যায়। শুক্রবার দুপুরে ত্রিপুরার বিশালগড়ের গোলাঘাটি কেন্দ্রে কলকলিয়া এলাকায় ঘটনাটি ঘটে।জানা গেছে, এদিন সেখানকার মনু শীলের স্ত্রী পড়শীর সাত বছরের এক শিশুকে নিজ বাড়িতে ডেকে নিয়ে টাকার বিনিময়ে সুপারি পেড়ে দেওয়ার কথা বলেন। এতে শিশুটি রাজি হয়ে গাছে চড়তে গেলে ঘটে বিপত্তি। এক সময়ে সে লম্বা সুপারি গাছ থেকে পা পিছলে মাটিতে পড়ে গেলে তার বাম পা ভেঙ্গে যায়। পরে বাড়ির মালিকেরা শিশুটিকে কোন চিকিৎসার ব্যবস্থা না করে উল্টো সমঝে দেন তার দিদার হাতে। পরে তিনি তাকে নিয়ে পৌছান বিশালগড় মহকুমা হাসপাতালে।
এমন খবর পেয়ে ছোট্ট শিশুটির চিকিৎসার জন্য যথাসাধ্য সাহাযের হাত বাড়িয়ে দেন স্থানীয় দুই সাংবাদিক যথাক্রমে সায়ন সাহা ও কুমারগৌরব রায়। কিন্তু পরবর্তীতে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় আগরতলার জিবি হাসপাতালে। এতে এই শিশুটির দিদা আহত নাতিকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দিলেও তিনি পড়েছেন চরম দুশ্চিন্তায়। কেননা বিগত দুর্গাপূজার সময়ে আহত শিশুটির মা প্রয়াত হয়েছেন।
,বর্তমানে তাকে দেখাশোনা করছিলেন তার বাবা ও দিদা। নুন আনতে পান্থা ফুঁরোয় পরিস্থিতি চলে তাদের সংসার। ফলে নাতির চিকিৎসার বাড়তি টাকা কোথায় পাবেন এনিয়ে সমস্যায় পড়েছেন এই বৃদ্ধা। এই অসহায় শিশুটিকে সরকারি ভাবে চিকিৎসার ব্যবস্থা করে দিতে স্থানীয় জনগন প্রশাসনিক কর্মকর্তা সহ বিধায়ক ও রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।