কাছাড় জেলা বাকসের বর্ষসেরা অনুষ্ঠান রবিবার
বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : প্রতিবারের মতো এবারও বরাক উপত্যকার তিন জেলার কৃতি ক্রীড়াবিদদের পুরস্কৃত করতে চলেছে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা (বাকস)। ১৯৯৭ সাল থেকে নিয়মিত এই বর্ষসেরা অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। তিন জেলায় আলাদা আলাদা অনুষ্ঠানের মাধ্যমে বর্ষসেরাদের পুরস্কৃত করা হবে। আগামী রবিবার শিলচরের হোটেল কল্পতরুর কনফারেন্স হলে কাছাড়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। শুক্রবার বাকস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
বাকসের কেন্দ্রীয় সভাপতি রতন দেব, সচিব রবি হাজাম, কাছাড় জেলা কমিটির সভাপতি দেবাশিস সোম ও কাছাড় জেলা সচিব অভিজিৎ ভট্টাচার্য, সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি রিতেন ভট্টাচার্যও এই সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন। বিভিন্ন বিভাগে যাদেরকে পুরস্কৃত করা হবে এরমধ্যে রয়েছেন
ফুটবলে সেরা প্রীতম পাল, প্রতিশ্রুতিভাবান ভিকি সিন্দাই।
ক্রিকেটে সেরা (পুরুষ) রাহুল সিং, মহিলা ক্রিকেটার দেবিকা দেব, প্রতিশ্রুতিভাবান (পুরুষ) মারিউস ডিখার। টেবিল টেনিসে সেরা দিবিজা পাল, প্রতিশ্রুতিভাবান বিপ্রজিৎ পাল, বিশেষ বিপ্রজিৎ দেব। ব্যাডমিন্টনে সেরা বনিপ সিনহা। অ্যাথলেটিক্সে সেরা কুটন গৌড়, প্রতিশ্রুতিভাবান প্রমিলা দে।কাবাডিতে সেরা বিশ্বজিৎ মিশ্র। হকিতে প্রতিশ্রুতিভাবান রাজদীপ দাস। দাবায় সেরা রাহুল সিং, প্রতিশ্রুতিভাবান সুদীপ্তা পাল। বিশেষ পুরস্কার পাচ্ছেন এ প্রিয়া দেবী। যিনি চলতি বছরে চিনের হাংঝাউ শহরে অনুষ্ঠিত এশিয়ান গেমসে অংশ নেন।
অনুষ্ঠানে এবার সেরা ক্রীড়া সংগঠকের পুরস্কার সম্মান পাচ্ছেন ধলাইর বিশিষ্ট ক্রীড়া সংগঠক সিতাংশু দাস। এছাড়াও দুজন ক্রীড়া সাংবাদিক হিসেবে প্রতিবছর যে সম্মান জানানো হয় সেটি এবার প্রদান করা হবে। সেটি এবারে পাচ্ছেন দুই চিত্র সাংবাদিক সুদীপ সিং ও হিমাংশু দে।
কর্মকর্তারা এও জানান, অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায় ও সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়াকে। আমন্ত্রণ জানানো হয়েছে ডিএসএ সহ ক্রীড়া মহলের ব্যক্তিবর্গদের। বর্ষসেরা অনুষ্ঠানকে ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন এ অঞ্চলের প্রতিভাশালী শিল্পীরা জানান, বাকস কর্মকর্তারা। কেন্দ্রীয় সচিব রবি হাজাম জানান প্রতিবছরের মতো এটা তাদের একটি রুটিন অনুষ্ঠান। কাছাড় জেলা কমিটির অনুষ্ঠান দিয়ে শুরু হচ্ছে সংস্থার এবারকার এই বর্ষসেরা আয়োজন। পরবর্তী সময়ে করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলা ইউনিটের বর্ষসেরা অনুষ্ঠান হবে।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।