বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : মরিগাঁও জেলা শিক্ষা বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার আরোহণ প্রকল্পের অধীনে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ট্যাবলেট প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। শিক্ষা বিভাগের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মরিগাঁও জেলা কমিশনার অনামিকা তেওয়ারী এই কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে মরিগাঁও জেলার অতিরিক্ত জেলা কমিশনার (শিক্ষা) অনুসূয়া শর্মা, বিদ্যালয় পরিদর্শক ড. অপূর্ব ঠাকুরীয়া, সমাজকর্মী অতনু শর্মা, সর্বশিক্ষা মরিগাঁও জেলা প্রকল্পের আধিকারিক রোহিনী দত্তসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মরিগাঁও উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বিদ্যালয়ের জ্যোতিস্ময় বরদলৈ, মরিগাঁও টাউন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের রিষ্ণু কুনাল হোকাই বরদলৈ, মরিগাঁও বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রার্থনা বরা, মরিগাঁও শঙ্কর-মাধব মাধ্যমিক বিদ্যালয়ের রিম্পী দাসকে এই ট্যাবলেট প্রদান করা হয়। উল্লেখ্য, অনুষ্ঠানে অসম সরকারের শিক্ষা বিভাগ মণ্ডল সমন্বয় কেন্দ্রের সমন্বয়কদের জন্য সরবরাহকৃত ট্যাবলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে মণ্ডল সমন্বয়ক যুব শর্মা, রাজু মেধি, নাহরিন সুলতানা, মরমি শইকিয়াকে আনুষ্ঠানিকভাবে এই ট্যাবলেট প্রদান করা হয়।



