কিউবার প্রেসিডেন্টের নেতৃত্বে ইজরায়েল বিরোধী বিক্ষোভ
২৪ নভেম্বর : ইজরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ হল কিউবায়। প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেলের নেতৃত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাজধানী হাভানায় মার্কিন দূতাবাসের সামনে প্রতিবাদী সমাবেশ আয়োজন করা হয়
রয়টার্স ও টাইমস অব ইজরায়েল সূত্রে জানা যায়, এসময় গাজায় ‘গণহত্যা’ বন্ধের দাবি তোলেন হাজার হাজার কিউবান নাগরিক। ফিলিস্তিনের পতাকা, প্ল্যাকার্ড নিয়ে এতে অংশ নেন বিক্ষোভকারীরা। ইসরায়েলকে গণহত্যাকারী আখ্যা দেয়া হয়। দাবি উঠে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের। দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের কট্টর সমর্থক কমিউনিস্টশাসিত দেশ কিউবা। ইসরায়েলের সাথে তাদের কূটনৈতিক কোনো সম্পর্ক নেই। প্রয়াত কিউবান নেতা ফিদেল কাস্ত্রোকেও এমন কাজের জন্য (বিক্ষোভ সমাবেশ) স্মরণ করা হয়। মার্কিন স্যাংশন অথবা কিউবা বিষয়ে কেউ কোনো প্রকার হস্তক্ষেপের চেষ্টা করলে তীব্র প্রতিবাদ জানাতেন তিনি। খবর : রিডমিক নিউজ।