গরু বাঁচাতে গিয়ে শ্রমিকদের ওপর মিনি ট্রাক কটামণিতে, হত ১, আহত ৩

বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : গরু বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে পাল্টি খেয়ে জলাশয়ে পড়ে সিমেন্ট বোঝাই মিনি ট্রাক। এ ভয়ঙ্কর দুর্ঘটনায় লরি চালকের প্রাণ বরাতজুরে রক্ষা পেলেও সড়েকের পাশে তাবু বানিয়ে থাকা একজন শ্রমিকের মৃত্যু হওয়ার পাশাপাশি আর তিনজন আহত হন।

গরু বাঁচাতে গিয়ে শ্রমিকদের ওপর মিনি ট্রাক কটামণিতে, হত ১, আহত ৩

দুর্ঘটনাটি সংঘটিত হয় বৃহস্পতিবার দুপুর ২-৩০ মিনিট নাগাদ লোয়াইরপোয়া কানমুন সড়কের কটামণি এলাকার গদারপুলের ওএনজিসি ক্যাম্পের সামনে। আহত হয়েছেন চার জন শ্রমিক। গরুটিও জখম হয়েছে। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে একজন শ্রমিকের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পর স্থানীয় জনগণ সঙ্গে সঙ্গে বিষয়টি কটামণি ওয়াচ পোস্টের পুলিশ সহ বাজারিছড়া থানার পুলিশকে অবগত করেন। এতে খবর পাওয়া মাত্র বাজারিছড়া থানার এসআই জয়দীপ ভট্টাচার্য দলবল নিয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন এবং প্রথমেই স্থানীয় জনগণের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসা জন্য মাকুন্দা মিশনারি হাসপাতালের পাঠিয়ে দেন।পরে দুর্ঘটনার গ্রস্থ সিমেন্ট বোঝাই মিনি ট্রাক ভেতরে ও লরির নিচে জলের তলায় কেও আটকা রয়েছেন কি না তা ভালো করে তদন্ত করে দেখেন। একইভাবে দুর্ঘটনাগ্রস্থ মিনি ট্রাকটিও উদ্ধারের চেষ্টা চালালেও অন্ধকার নেমে আসায় সম্ভব হয়নি।

গরু বাঁচাতে গিয়ে শ্রমিকদের ওপর মিনি ট্রাক কটামণিতে, হত ১, আহত ৩

এএসআই জয়দীপবাবু সহ অন্যান্যা পুলিশকর্মীরা মাকুন্দা মিশনারি হাসপাতালের গিয়ে আহতদের খোঁজ নেন। আহরা হলেন মেঘনাথ দলই (৩২), বাপ্পি মাল (২৫) শম্বু আড়ি (২০)। এ ছাড়া সঞ্জয় মাইতিয়ে মৃত্যু হয় হাসপাতালে। আহতরা সবাই কটামণির গদারপুলস্থিত ওএনজিসির কর্মরত শ্রমিক। তারা সবাই পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরের বাসিন্দা বলে জানা গেছে।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News