বিশ্বকাপে হার, সমর্থক কিশোরের আত্মহত্যা
২০ নভেম্বর : বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের পরাজয়। আর তা মেনে নিতে না পেরে আত্মহত্যা এক কিশোরের। মৃতের নাম রাহুল লোহার। রবিবার রাতে বাঁকুড়ার (Bankura) বেলিয়াতোড়ে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে। আর এই ঘটনা সামনে আসার পরেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, বেলিয়াতোড় সিনেমা হল এলাকায় থাকত রাহুল। এলাকায় ‘ক্রিকেট পাগল’ হিসেবেই পরিচিত ছিল সে। অন্যের দোকানে কাজ করেই সংসার চলতো তাদের। কিন্তু কাজের ফাঁকেই বিশ্বকাপ ক্রিকেটে ভারতের সমস্ত খেলার দিকেই নজর ছিল রাহুলের। ফাইনালে বিরাট-রোহিতদের খেলা দেখার জন্যে আলাদা উন্মাদনা-উৎসাহ কাজ করছিল।
একেবারে সকাল থেকেই বিরাট-শামীদের ব্যানার নিয়ে মাঠে নেমে পড়েছিল সে। কখনও ছবিতে মালা পরিয়ে আবার কখন বিরাট-শামীদের ব্যানার হাতে ছবি তুলতেও রাহুলকে দেখা গিয়েছে। আর খেলা শুরু হতেই একেবারে সব কাজ ভুলে টিভির সামনে বসে পড়ে।
কিন্ত ভারতীয় শিবিরে একের পর এক উইকেট পড়তেই ভেঙে পড়ে সে। শেষমেশ অজিদের কাছে ভারতের পরাজয়। আর তা মেনে না পেরে খেলা শেষে বাড়ি ফিরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সে, এমনটাই স্থানীয়দের তরফে দাবি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরে পুলিশ খবর পেয়ে রাত এগারোটা নাগাদ মৃতদেহটি উদ্ধার করে। পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।
পুলিশের দাবি, কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হার মেনে নিতে না পারার কারণেই এই ঘটনা বলেই এই আত্মহত্যার ঘটনা বলে দাবি পুলিশের। খবর oneindia