শিলচরেও ছট পূজা পালন
বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : সমগ্র দেশের সঙ্গে তাল মিলিয়ে শিলচরেও ছট পূজা পালন হল। রবিবার ছট পূজাকে কেন্দ্র করে শিলচর শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এ দিন শিলচর শহরের প্রত্যেকটি ঘাটকে সুন্দর ও সুসজ্জিত ভাবে সাজিয়ে তোলা হয়েছে। শহরে অন্নপূর্ণা ঘাট ফ্লাওয়ার মিলের ঘাট সদরঘাটে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যায়।
ব্রতকারীরা বিভিন্ন ঘাটে ফলমূল ও নৈবেদ্য সাজিয়ে জলে নেমে সূর্য দেবকে অর্ঘ প্রদান করেন। ছটপূজা উৎসব যা চার দিন ধরে চলে। এটি স্নান এবং খাওয়ার মাধ্যমে শুরু হয় এবং অস্তগামী ও উদিত সূর্যকে অর্ঘ্য নিবেদনের মাধ্যমে শেষ হয়।