বিবেকানন্দের পথ অনুসরণ করার যুব সমাজের প্রতি আহ্বান রসরাজের
বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : শুক্রবার শিলচরের দীননাথ নবকিশোর বালিকা বিদ্যালয়ে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের নিয়ে একটি ব্যক্তিত্ব বিকাশ শিবির এর আয়োজন করা হয়। বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারীর শিলচর শাখার শিবিরটি পরিচালনা করে । প্রদীপ প্রজ্জ্বলন সহ ওমকার মন্ত্র উচ্চারণের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের শুভারম্ভ হয়।
ডিএনএনকে স্কুলে ব্যক্তিত্ব বিকাশ উপর শিবির আয়োজিত_____
সভায় বক্তব্য রাখতে গিয়ে বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারীর শিলচর শাখার বিস্তারক রসরাজ দাস পড়ুয়াদের শৈশব জীবন থেকেই ব্যক্তিত্ব বিকাশের বিশেষ প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন। যা একজন যুক্তিবাদী মানুষ হওয়ার জন্য অতি আবশ্যক। তিনি বলেন পড়ুয়াদের উচিত স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ মহাপুরুষদের জীবন অনুসরণ করে মানবিক মূল্যবোধ গ্রহণ করা। তিনি বলেন, বিবেকানন্দের আদর্শে উদ্বোদ্ধ হয়ে যুব সমাজ এগিয়ে চললেই একদিন বিশ্বগুরু হবে ভারত। তিনি স্কুল পড়ুয়াদের বিবেকানন্দের দেখানো রাস্তা অনুসরণ করে এগিয়ে চলার আহ্বান জানান।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিলচর পাব্লিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ কবিতা সেনগুপ্ত ভগিনী নিবেদিতার উৎসর্গীকৃত জীবন, স্বাধীনতার আগে নারী শিক্ষার প্রসারে তার অসামান্য অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে গ্রুপ আলোচনাও অনুষ্ঠিত হয়, এতে সঞ্চালক হিসাবে উপস্থিত ছিলেন হোলি চাইল্ড স্কুলের অধ্যক্ষ দেবাশিস মুখার্জি। উল্লেখ্য, মোট আটটি গ্রুপে বিভক্ত পড়ুয়ারা গ্রুপ আলোচনায় অংশ নেন এবং পরে গ্রুপ লিডাররা বিবেকানন্দ ও ভগিনী নিবেদিতার জীবনের উপর বক্তব্য রাখেন। পরবর্তীতে অগ্নশিখা অনুষ্ঠানের মাধ্যমে বিগত দিনে ৪৭ জন ছাত্র ছাত্রীদের মধ্যে একটা পরীক্ষা নেওয়া হয়েছিল সেই পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী অন্বেষা নাহা, দ্বিতীয় দীপা দাস ও তৃতীয় নাজমিন আকতারকে এদিন শংসাপত্র ও উপহার দিয়ে সংবর্ধিত করা হয়। তাছাড়াও পরীক্ষায় অংশ নেওয়া সকল ছাত্র ছাত্রীদের সার্টিফিকেট প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন সাধন দাস।
উল্লেখ্য উক্ত শিবিরে বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারীর অখিল ভারতীয় প্রশিক্ষণ শিবির সংযোজক মীরা কুলকার্ণি, বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারীর ত্রিপুরা ও বরাক উপত্যকার প্রান্ত প্রচারক বলরাম দাস, শিলচর ডিএনএনকে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ অভিজিৎ সাহা, বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারীর কর্মকর্তা বিভূতি নাথ, ভাস্কর ভট্টাচার্য্য, উক্ত শিবিরের সংযোজিকা শিপ্রা পুরকায়স্থ, সোনালি বনিক সহ স্কুল শিক্ষক শিক্ষয়িত্রীগণ উপস্থিত ছিলেন।