সাতসকালে ভয়াবহ আগুন, পুড়ল একাধিক দোকান

১৫ নভেম্বর : শনিবার সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়। এদিন ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে লালবাজারের কাছে এজরা স্ট্রিটের একটি গুদামে। এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন। বরং দ্রুত আগুন ছড়াচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের অন্তত ২০টি ইঞ্জিন। ল্যাডারের সাহায্য নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

জানা গিয়েছে, এদিন ভোর ৫টা ২৬ মিনিট নাগাদ এজরা স্ট্রিটের একটি বহুতলের গুদামে আগুন লেগে যায়। প্রথমে আগুন লাগে বৈদ্যুতিন যন্ত্রপাতির গুদামে। সেখানে বৈদ্যুতিন সামগ্রী ছাড়াও মজুত ছিল প্রচুর বৈদ্যুতিক তার। মজুত করা ছিল অনেক দাহ্য পদার্থ। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ওই বহুতল থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন পথ চলতি মানুষ। খবর দেওয়া হয় দমকলে। নিমেষে ছড়িয়ে পড়ে আগুন। একের পর এক দোকান গ্রাস করতে থাকে আগুনের লেলিহান শিখা। চারদিক ঢেকে যায় কালো ধোঁয়ায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২০টি ইঞ্জিন। ঘনবসতি এলাকা হওয়ায় পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। গুদাম থেকে পাশের আবাসনেও ছড়িয়ে পড়েছে আগুন। একাধিক বাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে বলে খবর। আশেপাশের সমস্ত বাড়িতে অগ্নিসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। দমকলকর্মীরা প্রাণপণ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার। ভিতরে কেউ আটকে পড়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

কী ভাবে এই আগুল লাগল, তা এখনও স্পষ্ট নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। মাথায় হাত ব্যবসায়ীদের। তবে বৈদ্যুতিন সামগ্রী থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড বলে মনে করছেন দমকলের কর্মীরা।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *