উন্নয়নের নিরিখে করিমগঞ্জের সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেবেন : সুব্রত
বরাক তরঙ্গ, ৮ নভেম্বর : প্রেস ক্লাব করিমগঞ্জ পরিচালিত “আজকের অথিতি ” অনুষ্ঠানে মঙ্গলবারের অতিথি ছিলেন করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য। করিমগঞ্জ জেলা আবর্ত ভবনে আয়োজিত আজকের অতিথি অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, ২০২৪ নির্বাচনে উন্নয়নের নিরিখে করিমগঞ্জ লোকসভা আসনের সংখ্যালঘু ইসলাম ধর্মালম্বীরা বিজেপিকে ভোট দেবেন কারণ কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প থেকে সবাই সমান ভাবে অন্তর্ভুক্ত হয়েছেন। বিজেপি নেতৃত্বধীন সরকারের আমলে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে আয়ুস কার্ড, বিনামূল্যে রেশন, অরুণোদয় সহ বিভিন্ন সরকারি প্রকল্পের অংশীদার হয়েছে হিন্দু মুসলমান সহ সকল ধর্মালম্বী লোকেরা।
এছাড়াও তিনি রাজ্য সরকার করিমগঞ্জ শহর সহ গোটা জেলার উন্নয়নের বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে বলে জানান। প্রকল্প গুলো বাস্তবায়নের ক্ষেত্রে তিনি বলেন, কিছু প্রকল্পের কাজ ২০২৪ এর নির্বাচন আগে শুরু হয়ে আর কিছু নির্বাচনের পরে বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে করিমগঞ্জ জেলার রাতাবাড়িতে মেডিক্যাল কলেজ স্থাপন ও পাথারকান্দিতে কৃষি বিজ্ঞান কলেজ সহ করিমগঞ্জ শহরের পাঁচটি স্থানে পাঁচটি জায়গায় জল প্রকল্প, করিমগঞ্জ ক্রীড়া সংস্থা খেলার মাঠের উন্নয়ন সহ আরো বিভিন্ন উন্নয়ন মূলক কাজ শুরু হয়েছে।
এছাড়া বর্ষার মরশুমে করিমগঞ্জ শহরবাসীর দীর্ঘ দিনের সমস্যা শহরের জমা জল প্রসঙ্গে সুব্রত ভট্টাচার্য বলেন, পূর্বের পূরবোর্ডের সময় নির্মিত শহরে কলঙ্কিত মাস্টার ড্রেন ভেঙে নতুন করে ড্রেন নির্মাণ হলে জমা জলের সমস্যার সমাধান হবে বলে তিনি মনে করেন। তাই নতুন করে ড্রেন তৈরির প্রস্তাব দিয়েছি। তিনি এও বলেন, শহরের জল নিকাশের জন্য এর আগে নটিখাল ও লঙাই নদীর সঙ্গে দুটি ড্রেন তৈরির কাজ কিছু দিনের মধ্যেই শুরু হবে। এছাড়াও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন, পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের জয় পরাজয়ের ২০২৪ এর লোকসভা নির্বাচনে কোন প্রভাব পড়বে না। এর কারণ দেখিয়ে তিনি বলেন, গোটা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের সঙ্গে গোটা দেশের সাথে বিদেশেও ভারতের গুরত্ব বৃদ্ধি পেয়েছে। ভারত অর্থনৈতিক ভাবে গোটা বিশ্বের বেশ কিছু উন্নতশিল দেশকে পিছিয়ে অগ্রগতি লাভ করছে।
নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হওয়ার পর। তিনি এও বলেন, আগামী পাঁচ বছরে বিশ্ব গুরু হবে ভারত। কেন্দ্র বিজেপি সরকার সবার পর দেশের প্রতিটি রাজ্যের বিভিন্ন জনহিতকর প্রকল্প তৈরি করে সুবিধা প্রাপকদের কাছে পৌঁছে দেওয়া,হচ্ছে। পাকা ঘর, রান্না গ্যাস অন্ন সহ সবকিছুতে গরিবদের কথা চিন্তা করছেন নরেন্দ্র মোদিজি নেতৃত্বধীন সরকার। সুব্রতবাবু বলেন, মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে গোটা দেশের সঙ্গে অসম রাজ্যের উন্নয়নের জোয়ার এসেছে। বিশেষ করে সাধারণ মানুষের কথা ভাবছে সরকার। সরকারের অরুণোদয় প্রকল্প পূর্বের থেকে বাড়িয়ে বর্তমানে ১২,৫০০ করা হয়েছে। তা আগামীতে আরও বৃদ্ধি পাবে বলেন।
এদিকে অসন্ন লোকসভা নির্বাচনে শাসক দলের প্রার্থী কি আপনে হচ্ছে? আর পূর্ব ন্যায় এবারও কি করিমগঞ্জ আসনটি শাসক দল তাদের দখলে দরে রাখতে পারবে?এমন প্রশ্নের উত্তরে জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য অতি কৌশলে তাঁর মতামত উপস্থাপন করে বলেন, ভারতীয় জনতা পার্টি এমন একটি দল যে দলের প্রার্থী চয়ন করতে তৃনমুল স্থরের কর্মকর্তারা মতামত প্রাধান্য পায় তাই দল যাকে প্রার্থী করবে এবার তার হয়ে দলের সকল স্তরের কর্মকর্তারা কাজ করে যাবেন এবং প্রার্থী যে কেউ হোক না কেন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনটি এবারও গেরুয়া শিবিরের দখলে যাবে। এবং ফের তৃতীয় বারের মতো কেন্দ্রে নরেন্দ্র মোদি পরিচালিত বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে।
এদিনের আজকের অতিথি অনুষ্ঠানের শুরুতে “আজকের অতিথি” সুব্রত ভট্টাচার্যকে উত্তরীয় দিয়ে বরণ করেন প্রেস ক্লাবের সভাপতি মিহির দেব নাথ, বিবেকানন্দের পুস্তক, তুলে দেন জুলি দাস ও কলম উপহার তুলে দেন প্রেস ক্লাবের সহসভাপতি এসএম জাহির আব্বাস এছাড়া “আজকের অথিতি” স্মারক সম্মান তোলে দেন অরূপ রতন চক্রবর্তী, সুজয় স্যাম সহ প্রেস ক্লাবের অন্যান্য সদদ্য সদস্যরা। অনুষ্ঠানের প্রাসঙ্গিক আলোচনা করেন প্রেস ক্লাবের সম্পাদক অরূপ রায়।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।