আলিগড়ের আলি আর থাকছে না, হচ্ছে নয়া নাম
৭ নভেম্বর : এবার আলিগড়ের আলি কেটে যাচ্ছে। বদল হচ্ছে আলিগড়ের নাম। যোগীরাজ্যের ঐতিহাসিক নগরী আলিগড়ের নতুন নাম হবে ‘হরিগড়’। আলিগড় পুরসভার মেয়র প্রশান্ত সিঙ্ঘল মঙ্গলবার আলিগড় শহরের নাম বদলের প্রস্তাব পেশ করেন। এবিষয়ে সিঙ্ঘল জানান, আলিগড় শহরের নাম হরিগড় করার প্রস্তাবে সম্মতি জানিয়েছেন সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলাররা।
এদিকে আলিগড়ের নাম বদল নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে বিরোধীরা। তাদের দাবি, দিল্লির প্রথম মুসলিম শাসক কুতুবউদ্দিন আইবকের জমানায় গড়ে ওঠা ঐতিহাসিক শহরের নাম বদল ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।
এর আগে একাধিক শহরের নাম বদল হয়েছে। এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ, মুঘলসরাই হয়েছে দীনদয়াল উপাধ্যায় নগর, ফৈজাবাদ হয়েছে অযোধ্যায়, ফিরোজাবাদ হয়েছে চন্দ্রনগর।