বিশাল জয় ধনীপুর ড্রিম একাদশের
বরাক তরঙ্গ, ৯ আগস্ট : সোনাইয়ে বাসারত আলি ও নিজাম উদ্দিন মজুমদার মেমোরিয়েল প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলায় মাঠ যেন ধনীপুর ড্রিম একাদশের। শুক্রবার সোনাই এনজি স্কুলের মাঠে গোলের বন্যায় ভাসিয়ে দিল ধনীপুর। তাদের বিরুদ্ধে খেলতে নেমে দশটি গোল হজম করে মাঠ ছাড়তে হয়েছে বিন্নাকান্দি এফসির খেলোয়াড়দের। ১০-০ গোলে বিশাল জয় হাসিল করে ধনীপুর ড্রিম একাদশ। খেলায় চারটি গোল করেন জিতু আহমেদ (১৫, ২১, ৩৮ ও ৫৩ মিনিটে)। এ ছাড়া জোড়া গোল করেন রাকেশ (১২ ও ২৬ মিঃ) ও যোসে (১৪ ও ৫০ মিঃ)। সাকাই ২৯ মিনিট ও টিকলি ৫৭ মিনিটে গোল করেন।
খেলায় সেরা খেলোয়াড় পুরস্কার পান জিতু আহমেদ। তাঁর হাতে মনির উদ্দিন লস্কর স্মৃতি ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন সমাজকর্মী রুবেল মজুমদার।
এ দিন খেলা পরিচালনা করেন শঙ্কর ভট্টাচার্য, টিটু লস্কর, নসরুল আলম লস্কর ও জাফর বড়ভূইয়া। আগামীকাল খেলবে বাম ডেভেলপমেন্ট ভাগা বনাম সাতকরাকান্দি। উল্লেখ্য, টুর্নামেন্টে বিশাল ব্যবধানে জয়ী হওয়া দল হিসেবে ধনীপুর ড্রিম একাদশ।