বিভিন্ন সংগঠনের বারবার হুমকি, হাইকোর্টে আইন ব্যবসা থেকে অবসর নিচ্ছেন প্রদীপ দত্তরায়

বরাক তরঙ্গ, ২ নভেম্বর : আলফা, লাচিত সেনা ইত্যাদি সংগঠনের বারবার হুমকিতে গৌহাটিতে তাঁর প্রাণ সংশয়ের আশঙ্কায় গৌহাটি হাইকোর্টে আইন ব্যবসা থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলেন বিডিএফ প্রধান প্রদীপ দত্তরায়। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দত্তরায় এ কথা জানিয়ে বলেন, সব ভেবেশুনেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তিনি বলেন, গৌহাটি হাইকোর্টে আইন ব্যবসা তাঁকে অর্থ, সম্মান সবকিছু দিয়েছে। তিরিশ বছর ধরে প্রত্যক্ষভাবে আইন ব্যবসায় যুক্ত থাকার পর এবার স্বেচ্ছা অবসর নিলেও তাঁর কাছে যেসমস্ত মক্কেল আসবেন তাদের মামলা দেখাশোনার জন্য তাঁর অধীনে হাইকোর্টের কয়েকজন অনুজ আইনজীবী থাকবেন যারা এই মামলাগুলো তত্ত্বাবধান করবেন।

প্রদীপ দত্তরায় এও বলেন, গৌহাটি হাইকোর্টের অধীনে ব্যবসা করে যে রোজগার তিনি করেছেন তা দিয়ে একটি ছোটখাটো বাড়ি ও গাড়ি ক্রয় করতে পেরেছেন। একমাত্র কন্যাকে সিম্বায়োসিস ইনস্টিটিউট থেকে আইন পড়িয়েছেন এবং সে ইতিমধ্যে তাঁর শিলচরের ব্যবসা দেখাশোনা করছে। এ সমস্তই হাইকোর্টের জন্যই সম্ভব হয়েছে। সেজন্য গৌহাটি হাইকোর্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তিনি এও বলেন, তাঁর এই ব্যবসায় তিনি বরাকের প্রচুর মক্কেলের হয়ে মামলা লড়েছেন। তাই এইজন্য বরাকবাসীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

প্রদীপবাবু বলেন, তিনি আরও বলেন, ছাত্রজীবনে আকসার নেতৃত্বে দশবছর ধরে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দাবিতে সফল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এখন অবসরের পর থেকে বরাক তথা এই রাজ্যের বাঙালিদের প্রতি যেসব বঞ্চনা, বৈষম্য হচ্ছে তাঁর প্রতিবাদে জীবনের শেষ দিন অবদি সরব থাকবেন তিনি।

Author

Spread the News