শিলচরে খেল মহারণের সূচনা করলেন বিধায়ক ও জেলা আয়ুক্ত
বরাক তরঙ্গ, ১ নভেম্বর : খেল মহারণ শুরু হল রাজ্যে। বুধবার থেকে চলবে ২০ নভেম্বর পর্যন্ত। বুধবার শিলচর ঘুংগুর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় শিলচর পলিটেকনিক্যাল খেলার মাঠে আয়োজন করা হয়েছে। এ দিন খেল মহারণের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও কাছাড়ের জেলাশাসক রোহনকুমার ঝা সহ অন্যান্যরা।
এ দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রতিনিধি মিতা দাস, পাপ্পু য়াদব, নীরেনকুমার দাস, সন্তোষ সিং, ভোলানাথ যাদব, হিমাদ্রি দেব, উদয়শঙ্কর গোস্বামী, উত্তম গোয়ালা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও জেলাশাসক রোহনকুমার ঝা। তাঁরা বলেন, খেল মহারণ তিনটি পর্যায়ে প্রতিযোগিতা থাকবে জিপি লেভেল, বিধানসভা লেভেল ও শেষে রাজ্যস্তরে। এই মহারণ প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৯ বছরের ছেলে-মেয়েরা কেবল কোকো ও ভলিবলে প্রতিযোগিরা অংশগ্রহণ করবেন এবং বাকিরা ফুটবল, ভলিবল কবাডি অ্যাটলেটিক্স অংশ গ্ৰহন করবেন।
তিনি আরও বলেন, খেল মহারণের মাধ্যমে রাজ্যে আড়ালে থাকা খেলার প্রতিভা গুলোকে সামনে এনে সেই খেলোয়াড়দের প্রতিভার বিকাশের জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই খেল মহারণের মাধ্যমে শহর থেকে গ্ৰামের ও রাজ্য পর্যায়ে নিজ-নিজ খেলার প্রতিভা তুলে ধরতে পারবেন এবং আগামীদিনে অসম রাজ্য থেকে আরও বেশি সংখ্যক খেলোয়াড়রা রাষ্ট্রীয় পর্যায়ে খেলতে সক্ষম হবেন।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।