ব্যানার ছিঁড়া : নিন্দা ও ধিক্কার বৃহত্তর আসাম বাঙালি উন্নয়ন সমিতির
বরাক তরঙ্গ, ৩০ অক্টোবর : দুর্গোৎসবে নগাঁও, বিশ্বনাথ চারিয়ালি ও ডিব্রুগড় সহ ব্রহ্মপুত্র উপত্যকায় অন্যান্য কিছু স্থানের বিভিন্ন পুজো মণ্ডপে বাংলায় লিখা ব্যানার জবরদস্তি খুলে ফেলা নিয়ে প্রতিবাদ আছড়ে পড়েছে বরাক উপত্যকায়। এ বার এমন জঘন্য কর্মকাণ্ডে ক্ষোভ জানাল বৃহত্তর আসাম বাঙালি উন্নয়ন সমিতি।
সোমবার শিলচরের ইলোরা হেরিটেজে এক সাংবাদিক সম্মেলনে উপদেষ্টা স্বর্ণালী চৌধুরী, সাধারণ সম্পাদক অভিনাশ জগৎজ্যোতি, কোষাধ্যক্ষ মিত্রা দাস, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কান্তি দাস লস্কর, শংকু ধর, ঊষা দাস দুর্গাপূজায় বাংলা ভাষার ব্যানার ছিড়ে ফেলার ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
তাঁরা বলেন, দুর্গাপূজায় অসমের বিভিন্ন এলাকার মণ্ডপে বাংলা লেখা ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনায় ক্ষুব্ধ বৃহত্তর আসাম বাঙালি উন্নয়ন সমিতি।লাচিত সেনার এই জঘন্য কর্মকাণ্ডে রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে এধরণের ঘটনা সংঘটিত হলে তাঁরা বসে থাকবেন না।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।