এমজিএনরেগার গাছের চারা সহ ব্যারিগেট ভেঙে বিনষ্ট পাথারকান্দিতে
বরাক তরঙ্গ, ২৯ অক্টোবর : পাথারকান্দির লক্ষীপুরে এমজিএনরেগার গাছের চারা সহ ব্যারিগেট ভেঙে বিনষ্ট করে দিল দুষ্কৃতীরা। একাণ্ডে জড়িতদের শাস্তি দাবি জানালেন এলাকাবাসী।
জানা গেছে, সম্প্রতি সময়ে এমজিএনরেগার প্রকল্প থেকে পাথারকান্দি বিধানসভার এলাকার বিভিন্ন স্থানে লাগানো বিভিন্ন প্রজাতির গাছের চারাগুলোর রক্ষণা-বেক্ষণের জন্য লোহার দিয়ে তৈরি করা হয় ব্যারিগেট। অনুরুপ ভাবে পাথারকান্দি জুড়বাড়ির-ডেফলআলা জিপি এলাকায়ও এমজিএনরেগার প্রকল্পের বরাদ্দ অর্থে থেকে লক্ষীপুর পূর্ত রাস্তা হয়ে মেন্দিবাড়ি পূর্ত রাস্তা ভায়া মণিপুরী বস্তি পর্যন্ত চারা রোপন করা হয়। কিন্ত শনিবার গভীর রাতে মণিপুরি বস্তি এলাকায় বেশ কয়েকটি গাছের চারা দুষ্কৃতকারীরা রাতের অন্ধকারে নষ্ট করে দিয়েছেন।এমন কাণ্ডটি প্রকাশ্য আসতে ক্ষোভ দেখা এলাকারবাসীর মধ্যে।
ঘটনাটি রবিবার গ্রামের জনগণের নজরে পড়ে এবং সংবাদ কর্মীদের ডেকে ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, এলাকার উন্নয়নে বাগড়া দেওয়ার জন্য দুষ্কৃতীরা এহেন জঘন্যতম কাজ করেছে। শীঘ্রই তাদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। এদিকে এই ঘটনার নিন্দা জানিয়ে দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বদরুল ইসলাম, খসরুল হক, নিপেশচন্দ্র দেব, হেলাল উদ্দিন, সমসুল হক, নিকিল সিনহা, উত্তমকুমার সিনহা, কমরুল ইসলাম, খাইরুল হক প্রমুখ।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।