মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৮ ডিসেম্বর : কংগ্রেস প্রতিষ্ঠা দিবসে দেশের স্বার্থই অগ্রাধিকার করিমগঞ্জ কংগ্রেসের ১৪১তম প্রতিষ্ঠা দিবসে বার্তা ১৪১ বছরের ঐতিহ্যে ভর করে ভবিষ্যতের লড়াইয়ের ডাক করিমগঞ্জে রবিবার ২৮ ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের ১৪১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে করিমগঞ্জ জেলা কংগ্রেসের উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবন এদিন উৎসবমুখর পরিবেশে সেজে ওঠে। সকাল ঠিক ১১টা নাগাদ জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। পতাকা উত্তোলনের পর উপস্থিত কংগ্রেস কর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি এক আবেগঘন ও অনুপ্রেরণামূলক ভাষণ প্রদান করেন।
তাপস পুরকায়স্থ তাঁর বক্তব্যে বলেন, স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আজ পর্যন্ত যাঁরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পতাকা বহন করে চলেছেন এবং যাঁরা ভারতের স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছেন, তাঁদের আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তিনি বলেন, “কংগ্রেস মানেই ত্যাগ, সংগ্রাম ও দেশসেবার ঐতিহ্য। এই ঐতিহ্যকে বুকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা ধৈর্য হারাবেন না। আমাদের সামনে সুদিন আসছে। আপনারা প্রস্তুত থাকুন, মানুষের পাশে থাকুন, জনগণের সেবা করুন। জনগণের মৌলিক অধিকার রক্ষা করা আমাদের কর্তব্য ও দায়িত্ব।বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “আজ দেশে চরম অরাজকতা চলছে। সরকারের ব্যর্থতার কারণেই বিভেদকামী শক্তিগুলি মাথা চাড়া দিয়ে উঠছে। বিজেপি সরকার মেরুকরণের রাজনীতি করছে। এই পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, “জনগণের পাশে থেকে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। তবেই আমাদের সাফল্য আসবে। দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে এটাই কংগ্রেসের আদর্শ। এদিকে, কংগ্রেসের ১৪১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে করিমগঞ্জ শহর ব্লক কংগ্রেস সভাপতি অনুরাগ দত্তের বিশেষ উদ্যোগে জেলা কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবনে অনুষ্ঠিত হয় ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় প্রায় শতাধিক কচিকাঁচা অংশগ্রহণ করে। শিশুদের রঙিন কল্পনা ও সৃজনশীলতায় দিনভর প্রাণবন্ত হয়ে ওঠে কংগ্রেস কার্যালয় সারাদিনব্যাপী এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জেলা কংগ্রেস কার্যালয়ে বিভিন্ন সাংগঠনিক ও সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আজকের এই অনুষ্ঠানে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা করিমগঞ্জের ইনচার্জ নাসির খান, জেলা কংগ্রেসের মিডিয়া ডিপার্টমেন্টের চেয়ারম্যান সাহাদত আহমদ চৌধুরী, প্রদীপ কুরি, আইনজীবী আব্দুস সবুর তাপাদার, পঙ্কজ নাগ, সন্দীপ নন্দী, একে দাস তালুকদার, সুস্মিত দেব, শাহনাজ আহমেদ, অহিরঞ্জন দে, রাজা দত্ত বণিক, বদরুল হক, গৌরাঙ্গ দে, নৃপেন্দ্র চন্দ্র, আজিজ খান, রাজন চৌধুরী, ধ্রুবজ্যোতি দাস, রিনা চক্রবর্তী, কামিল আহমদ সহ আরও বহু কংগ্রেস নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি কংগ্রেসের দীর্ঘ ঐতিহ্য, সংগ্রামের ইতিহাস ও ভবিষ্যৎ লড়াইয়ের অঙ্গীকারকে নতুন করে তুলে ধরে করিমগঞ্জে এক তাৎপর্যপূর্ণ রাজনৈতিক বার্তা পৌঁছে দেয়।


