দেওয়াল পত্রিকা ‘কৃষ্ণকলি’-র উন্মোচন রাধামাধব কলেজে

বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : শনিবার মহালয়ার পূণ্য দিনে পিতৃপক্ষের অবসানে দেবী পক্ষের সূচনায় রাধামাধব কলেজ, বাংলা বিভাগের সম্পাদনায় সর্ব প্রাচীন ঐতিহ্যবাহী “কৃষ্ণকলি” দেওয়াল পত্রিকার সপ্তদশতম সংখ্যা প্রকাশিত হয়েছে। সুদীর্ঘ বছরের সংস্কৃতিকে মেনে মহালয়ার পূণ্য দিনে কলেজ অধ‍্যক্ষ ড. দেবাশিস রায়ের হাত ধরে পত্রিকার নতুন সংখ্যার উন্মোচন হয়।

ভাল ছাত্র হওয়ার পাশাপাশি ভাল মানুষ হিসাবে গড়ে উঠতে হবে পড়ুয়াদের : অধ্যক্ষ_____

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কলেজের অধ্যক্ষ ডঃ দেবাশিস রায় বলেন, এটা আমাদের ছাত্রদের সৃজনশীলতা, শিল্পকর্ম যেগুলি এই পত্রিকাতে প্রষ্ফুটিত হয়েছে। সুস্থ পরিবেশ গড়ে তোলার জন্য এধরণের কাজ অত্যন্ত প্রাসঙ্গিক তিনি তারজন্য ছাত্রছাত্রী ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহ দেয়াল পত্রিকা সম্পাদনার সঙ্গে জড়িত সকলের ভূয়শী প্রশংসা করেন। অধ্যক্ষ রায় ছাত্রছাত্রীদের ভাল ছাত্র হওয়ার সঙ্গে সঙ্গে ভাল মানুষ হিসেবে গড়ে উঠার আহ্বান জানান। 

এদিকে অনুষ্ঠানে অংশ নিয়ে কলেজের উপাধ্যক্ষ ডঃ অসীমা রায় বলেন, কৃষ্ণকলি সতেরো বছর ধরে চলছে সেটা কম বড় কথা নয়। বাংলা বিভাগের কৃষ্ণকলি দেওয়াল পত্রিকার জন্য আমরা গর্ববোধ করি বলে মন্তব্য করেন তিনি। ভবিষ্যতে এটাকে চালিয়ে নেওয়ার জন্য ছাত্র ছাত্রী সহ বাংলা বিভাগের সাথে জড়িত সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, রাধামাধব কলেজের প্রতিটি বিভাগের দেয়াল ম্যাগাজিন রয়েছে সেটা অত্যন্ত গর্বের বিষয়। আমরা হয়তো কলেজে নাও থাকতে পারি কিন্তু কৃষ্ণকলি চলতে থাকবে, বলেন ডঃ অসীমা রায়।

নিজের স্বাগত বক্তব্য রাখতে গিয়ে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডঃ রাহুল চক্রবর্তী বলেন, কৃষ্ণকলি সংখ্যা ১৭ বছরে পা রেখেছে, এই সতেরো বছর একটা পত্রিকার জীবনে নিশ্চয়ই কম নয়। দেয়াল পত্রিকা কৃষ্ণকলির প্রথম সংখ্যা থেকে তিনি যুক্ত ছিলেন এবং প্রথম সংখ্যায় পুরো অলঙ্করণের দায়িত্ব তিনি নিয়েছিলেন বলে জানান অধ্যাপক ডঃ রাহুল চক্রবর্তী। তিনি বলেন এই কাজে তদানীন্তন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ননী গোপাল দেবনাথ তাকে যথেষ্ট সাহায্য করেছিলেন বলে জানান। এই দেয়াল পত্রিকার নামাকরণ কৃষ্ণকলি তখন থেকেই রাখা হয়েছিল। তিনি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন তোমরা যখন জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে সেটাই হবে আমাদের জন্য সার্টিফিকেট। দেয়াল পত্রিকা সম্পাদনায় বিশেষ সহযোগিতার জন্য কলেজ পড়ুয়া অভিজিৎ দাস, পায়েল রানী দে, সুস্মিতা রায়, অঙ্কিতা পাল, তনু পাল, জয়দীপ দাস, স্নেহা পাল সহ অন্যান্যদের আন্তরিক ধন্যবাদ জানান বাংলা বিভাগের বিভাগীয় প্রধান। 

উল্লেখ্য এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ডঃ কালীপদ দাশ। এদিনের অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ডঃ রুমা নাথ চৌধুরী, ডঃ সোনালী চৌধুরী, ডঃ নবনিতা দেবনাথ, ডঃ নম্রতা নাথ, ডঃ সুমিতা বসু, ডঃ সি এইচ মণিকুমার সিংহ, অমর ঘোষ, দেবমিতা রায় চৌধুরী প্রমুখ। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন ডঃ সূর্য্যসেন দেব। উপস্থিত ছিলেন অধ্যাপক জীবন দাশ, ডঃ বিধান বর্মণ, ডঃ রাহুল শরনিয়া, ডঃ এম সানি সিংহ, স্বর্ণালী রায় চৌধুরী, দেবজানি দেব, সোনালি চন্দ, শবনম বড়ভুঁইয়া প্রমুখ। এদিনের অনুষ্ঠানে আগমনী সঙ্গীত পরিবেশন করেন কলেজ ছাত্রী হরিপ্রিয়া দেব। 

Author

Spread the News