স্ত্রীকে গলা টিপে হত্যা, পুলিশে আত্মসমর্পণ স্বামীর
বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : ফের গুয়াহাটি৷ মহানগরে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। বেহারবাড়িতে এ হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। গলা টিপে স্ত্রীকে মেরে ফেলেন স্বামী।
নিহত মহিলার নাম হামেদা বেগম। মহিলাকে তার স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ। হত্যার কারণ এখনো জানা যায়নি।
অভিযুক্ত স্বামী জেল হক গোয়ালপাড়ার লক্ষীপুর থানায় আত্মসমর্পণ করেছেন। গোয়ালপাড়ার পরিবারটি বেহারবাড়িতে ভাড়াটে হিসেবে থাকত। বৃহস্পতিবার রাতে এ হত্যাকাণ্ডের পর পুলিশ তদন্ত শুরু করেছে।