শুধু সিকিমেই নয়, বাংলার একের পর এক গ্রাম ধ্বংস হড়পা বানে
৯ অক্টোবর : তিস্তা শুধু সিকিমেই নয়, বাংলার একের পর এক গ্রাম ধ্বংস করেছে। বহু রাস্তা তার গর্ভে। গেইলখোলা থেকে যতদূর চোখ যায়, ১০ নম্বর জাতীয় সড়কের কোনও অস্তিত্ব নেই। তিস্তাবাজার থেকেও একই ছবি। সিকিমের লাইফলাইন কবে সম্পূর্ণভাবে প্রাণ ফিরে পাবে, তা ঘোর অনিশ্চয়তায়। মেল্লি-রংপো এবং রংপো-সিংতাম রুট খুলে যাওয়ায় কালিম্পং থেকে গ্যাংটকের যোগাযোগ নতুন করে তৈরি হয়েছে।
দার্জিলিংয়ের জোড়বাংলো থেকে পেশক হয়ে গ্যামন সেতু পেরিয়ে তিস্তাবাজারে পৌঁছে যাওয়া যাচ্ছে। কিন্তু তিস্তাবাজার ও সংলগ্ন গ্রামগুলির রাস্তা কবে প্রাণ পাবে তার কোনও নিশ্চয়তা নেই। কোথাও রাস্তার অস্তিত্ব নেই। বর্ষা বিদায়ের বৃষ্টিতে কর্দমাক্ত গ্রামে পা রাখা দায়। যে কোনও সময় পা পিছলে যেতে পারে। তিস্তাবাজার রিলিফ ক্যাম্পে আশ্রয় নেওয়া ফুলমতি তামাং বললেন, ‘তিস্তার জল এখনও আটকে আছে। তার মধ্যে বৃষ্টি হচ্ছে। কয়েকদিন টানা রোদ না উঠলে গ্রামে ঢোকা যাবে না।’