মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৮ ডিসেম্বর : ধলছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভিতরগুল গ্রামে এক হৃদয়স্পর্শী সেবামূলক কর্মসূচির আয়োজন করল সেন্ট্রাল পাবলিক স্কুল, পাথারকান্দি। সেবা পর্ব ২০২৫ উপলক্ষে সেন্ট্রাল পাবলিক স্কুল, পাথারকান্দি এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করল ধলছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভিতরগুল গ্রামে। অসহায়, দরিদ্র ও প্রান্তিক মানুষগুলোর হাতে তুলে দেওয়া হলো পোশাক, শীতবস্ত্র ও কম্বল। কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ খেম নারায়ণ পৌডিয়াল ও উপাধ্যক্ষ সালেহ আহমেদ।
গ্রামবাসীরা বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন কর্মসূচি শীতের কষ্ট অনেকটাই লাঘব করে এবং সমাজে মানবিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেন্ট্রাল পাবলিক স্কুল, পাথারকান্দির এই সেবামূলক উদ্যোগ আবারও প্রমাণ করে শিক্ষা কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই তার প্রকৃত সার্থকতা।


