শিলচরের দুই শিল্পপতির বাড়ি সহ ব্যবসায়িক প্রতিষ্ঠানে আয়কর হানা

বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : গভীর রাতে শিলচরের দুই শিল্পপতির বাড়ি সহ ব্যবসায়িক প্রতিষ্ঠানে হানা দিল আয়কর বিভাগ। শুক্রবার সকালে খবরটি ছড়িয়ে পড়তে গোটা শহরে ব্যাপক চর্চা শুরু হয়।  দীর্ঘদিন পর শিলচরে আয়কর বিভাগের বড়সড় অভিযান। ওই দুই বিশিষ্ট শিল্পপতি হলেন বিজেপি নেতা মূলচাঁদ বৈদ ও কুন্দাল মল চৌধুরী। এ ছাড়া রামনগরেও এক প্রতিষ্ঠানে হানা দেয় নিভাগীয় কর্মকর্তারা। 

বিশেষ সূত্রে জানা গেছে, মূলচাঁদ বৈদের গোল্ড সিনেমা ও তার ব্যক্তিগত অফিসের চাবি হারিয়ে গেছে বলে জানান। পরে তালা ভেঙ্গে ভেতরে ঢুকেন আয়কর আধিকারিকরা। তাদের সবকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে মোতায়েন করা হয় বিশাল আধা সামরিক বাহিনী। এদিন দিনভর কাউকে ভেতরে ঢুকতে দেয়নি সিআরপিএফ জওয়ানরা। তদন্ত অব্যাহত রয়েছে আয়কর বিভাগের।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।

Author

Spread the News