ভোটার তালিকায় ৪.৮ লক্ষ ভোটার মৃত, বাদ

বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর : নির্বাচন কমিশন ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে। সমগ্র রাজ্যজুড়ে বাড়ি বাড়ি গিয়ে এই খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে। এই প্রক্রিয়ায় ৪,৭৮,৯৯২ জন মৃত ভোটারকে শনাক্ত করে তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। খসড়া তালিকা প্রকাশের পর ভোটাররা ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত দাবি ও আপত্তি জানাতে পারবেন। নতুন ভোটারের নাম নথিভুক্ত করা, নাম, বয়স ও ঠিকানার মতো ব্যক্তিগত তথ্য সংশোধন এবং নাম কর্তনের জন্য আবেদন করা যাবে।

নির্বাচন আধিকারিকরা জানিয়েছেন, দাবি ও আপত্তির নিষ্পত্তির পর ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আধিকারিকদের মতে, খসড়া তালিকায় প্রায় ২,৫২,০২,৭৭৫ জন ভোটারের নাম অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে ১,২৫,৭২,৫৮৩ জন পুরুষ ভোটার, ১,২৬,২৮,৬৬২ জন মহিলা ভোটার এবং অন্যান্য শ্রেণির ৩৭৯ জন ভোটারের নাম রয়েছে।

বিধানসভা নির্বাচনের আগে যেকোনো ভুলত্রুটি এড়াতে ভোটারদের খসড়া ভোটার তালিকায় নিজেদের তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে। খসড়া ভোটার তালিকা অসমের মুখ্য নির্বাচন আধিকারিকের সরকারি ওয়েবসাইট cecassam.nic.in-এ উপলব্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *