বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর : শনিবার সন্ধ্যা ৬টা ১২ মিনিটে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের আনুমানিক মাত্রা ছিল ৪.২। এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল শোণিতপুর জেলার ঢেকিয়াজুলি এলাকায়। ভূমিকম্পটি মাটির প্রায় ১৩ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। হঠাৎ করে এই ভূমিকম্পের কম্পনে রাজ্যজুড়ে মানুষের মধ্যে আতঙ্ক ও বিস্ময় দেখা দেয়। তবে এই ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত কোনও ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, অসম ভারতের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল। এখানে প্রায়ই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। অসম সিসমিক জোন–৫-এর অন্তর্গত, অর্থাৎ এই অঞ্চলে তীব্র ভূমিকম্পের আশঙ্কা তুলনামূলকভাবে বেশি।


