হাইলাকান্দির দু’টি বিধানসভা কেন্দ্রের খসড়ায় ৪৯৪৮৭৯  ভোটার

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর :  ২০২৬ সালের ১ জানুয়ারিকে ভিত্তি করে হাইলাকান্দি জেলার ভোটার তালিকার  স্পেশাল রিভিশনের খসড়া শনিবার প্রকাশ করা হয়েছে। প্রকাশিত  তালিকায় জেলার দুটি বিধানসভা কেন্দ্রের ভোটার ৪ লক্ষ ৯৪ হাজার ৮৭৯ জন। এর মধ্যে ১২১ নম্বর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের ২৮৪ টি ভোট কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ লক্ষ ২০ হাজার ৭৬৩ জন। এতে পুরুষ এক লক্ষ ১২ হাজার ২২৬ জন এবং মহিলা এক লক্ষ ৮ হাজার ৫৩৭ জন। ১২২ নম্বর আলগাপুর-কাটলিছড়া বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ লক্ষ ৭৪ হাজার ১১৬ জন। এরমধ্যে পুরুষ এক  লক্ষ ৪৩ হাজার ২৭৯ জন এবং মহিলা ভোটার রয়েছেন  এক লক্ষ ৩০ হাজার ৮৩৬ জন। এই কেন্দ্রে একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এই কেন্দ্রে ৩৩৯টি ভোট কেন্দ্র রয়েছে।

খসড়া তালিকা সম্পর্কে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত দাবিও আপত্তি জমা দেওয়া যাবে। এই সময় সীমায় নোটিশ পিরিয়ড পেরিয়ে যাবার ক্ষেত্রে দাবিও আপত্তি  নিষ্পত্তি করা হবে। খসড়া সম্পর্কে ভোট কেন্দ্রগুলিতে স্পেশাল ক্যাম্পেইন করার তারিখ নির্ধারিত হয়েছে ৩ জানুয়ারি, ৪ জানুয়ারি, ১১ জানুয়ারি এবং ১২ জানুয়ারি ২৬ সালে। ২ ফেব্রুয়ারি মধ্যে দাবি ও আপত্তি নিষ্পত্তি করার তারিখ নির্ধারিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। শনিবার জেলা কমিশনারের কনফারেন্স হলে রাজনৈতিক দলগুলির কর্মকর্তা এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজিত এক সভায় খসড়া তালিকা প্রকাশ করেন হাইলাকান্দির জেলা কমিশনার ও জেলা নির্বাচনী অফিসার অভিষেক জৈন। সভায় জানানো হয় যে দাবি আপত্তি সংশ্লিষ্ট বিএলও-এর  কাছে অথবা https: //voters.eci in অথবা https://demovoters.eci.in এ জমা দেওয়া যাবে। ফটো ছাড়া প্রকাশিত তালিকা অনলাইনে দেখা যাবে https://hailakandi.assam.gov.in এই  লিংকে। খসড়া ভোটার তালিকা প্রকাশ উপলক্ষে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে দুই এডিসি  ড.খালেদা সুলতানা, মনসুর আলম মজুমদার এবং ইলেকশন অফিসার কিষান চরাই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *