শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর : ইংরেজি নববর্ষ উপলক্ষে আগামী ৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত তিনরাতব্যাপী ৬-এ সাইড নকআউট প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে জয়নগর সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। নিজ-জয়নগরের এসি মেমোরিয়াল উচ্চবিদ্যালয় খেলার মাঠে ৩০ ডিসেম্বর বিকেল চারটায় শুরু হবে টুর্নামেন্ট।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয়ে ট্রফি সঙ্গে নগদ ৫০ হাজার টাকা এবং রানার্স দল পাবে ট্রফি সহ নগদ ২৫ হাজার টাকা। দল বা ক্লাবকে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান সভাপতি সাহাজ উদ্দিন মজুমদার ও সম্পাদক দিলোয়ার হোসেন মজুমদার।



