মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর : পাথারকান্দিতে ঘটে গেলো এক অমানবিক মারপিটের ঘটনা। জানা গেছে, শুক্রবার রাতে নামাজ শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাত পরিচয়ধারী দুষ্কৃতীদের বর্বরোচিত হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন এক বৃদ্ধ। বর্তমানে তিনি শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।আহত বৃদ্ধের নাম আব্দুল মতলিব (৭৬)। তিনি পাথারকান্দি থানাধীন পশ্চিম চেংজুর গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যা রাতে পাথারকান্দি চেংজুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গতকালও সন্ধ্যায় বাড়ির পাশের মসজিদে নামাজ আদায় শেষে আব্দুল মতলিব বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু রাতের অন্ধকারে বাড়ি ফেরার পথেই অজ্ঞাত পরিচয়ধারী একদল দুষ্কৃতী তাঁর উপর অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ। দুষ্কৃতীরা তাঁকে ঘিরে ধরে লাথি, কিল ও ঘুষি মারতে থাকে। নির্মম এই হামলার ফলে তাঁর একাধিক দাঁত ভেঙে যায় এবং তিনি গুরুতরভাবে আহত হন। প্রচুর রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধ আব্দুল মতলিব। তাঁর চিৎকার শুনে ও ঘটনাটি জানতে পেরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাঁকে উদ্ধার করে প্রথমে পাথারকান্দি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শ্রীভূমি জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।শ্রীভূমি জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা পরিস্থিতি পর্যালোচনা করে উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তার কথা জানান এবং রাত প্রায় চারটার দিকে তাঁকে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।এই নৃশংস হামলার ঘটনায় গোটা এলাকা জুড়ে চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিরীহ এক বৃদ্ধের উপর এ ধরনের হামলায় স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন।
এদিকে, আজ শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঘটনার বিস্তারিত তথ্য সামনে আসে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আহত বৃদ্ধের পরিবারের পক্ষ থেকে পাথারকান্দি থানায় কোনও লিখিত এজাহার দায়ের করা হয়নি। ঘটনার পেছনে কী কারণ রয়েছে এবং কারা এই হামলার সঙ্গে যুক্ত তা জানতে পুলিশি তদন্তের দাবি উঠেছে সর্বত্র।


