শিক্ষকের নির্দেশে ছাত্রকে সহপাঠীদের চড়, গুরুত্বের সঙ্গে নিয়েছে সুপ্রিম কোর্ট

২৬ সেপ্টেম্বর : উত্তরপ্রদেশের মুজাফফরনগরের একটি স্কুলে এক ছাত্রকে অন্য শিশুদের চড় মারার ঘটনাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতে শুনানির সময় বিচারপতি অভয় সোক এবং বিচারপতি পঙ্কজ মিথালের বেঞ্চ বলেছেন যে ধর্মের নামে এটি করা একেবারেই ভুল। উল্লেখ্য, ২৪ আগস্ট ইউপির মুজাফফরনগরের কাবাহপুর গ্রামের নেহা পাবলিক স্কুলের শিক্ষিকা তৃপ্ত ত্যাগী এক ছাত্রকে অন্য শিশুদের চড় মারতে বলেন।

শিক্ষকের কথা শুনে অন্য শিশুরা ওই ছাত্রকে চড় মেরেছিল। চড় মারা. এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। মামলার শুনানির সময়, আদালত রাজ্যের যোগী সরকারকে এই বিষয়ে তদন্তের তদারকি করার জন্য এক সপ্তাহের মধ্যে একজন আইপিএস অফিসার নিয়োগ করতে বলেছে।

আদালত আরও বলেছে যে আইপিএস অফিসারকেও নিশ্চিত করা উচিত যে এই মামলায় কোন ধারা আরোপ করা দরকার। সুপ্রিম কোর্ট আরও বলেছে, ক্ষতিগ্রস্ত ছাত্রের অন্য স্কুলে পড়ার ব্যবস্থা করতে হবে। এর পাশাপাশি শিক্ষার্থীদের চড় মারার জন্যও কাউন্সেলিং করা উচিত। শুনানির সময়, আদালত বলেছিল যে শিক্ষা আইনের অধীনে সমস্ত শিক্ষার্থীকে বিনামূল্যে শিক্ষা দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের।

Author

Spread the News