কংগ্রেস শাসনে বঞ্চিত তফসিলিদের বিকাশ হচ্ছে বিজেপি আমলে : নীহাররঞ্জন
বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : কংগ্রেস শাসনে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত তপশীলি জাতিভূক্ত লোকদের প্রকৃতার্থে বিকাশ হচ্ছে বর্তমান বিজেপি সরকারের আমলে । বর্তমান সরকার জাতি ধর্ম ও বর্ণের উর্দ্ধে উঠে সমাজের পিছিয়ে পড়া প্রতিটি স্তরের মানুষের কল্যাণে কাজ করছে। রবিবার কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলাপমেন্ট বোর্ডের উদ্যোগে ও বিজেপি কালাইন মণ্ডল কমিটির সহযোগিতায় আয়োজিত এসসি সার্টিফিকেট প্রদানের সুপারিশ কর্মশালায় উপস্থিত হয়ে এই মন্তব্য করেন শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলাপম্যান্ট বোর্ডের চেয়ারম্যান আইনজীবী নীহাররঞ্জন দাস। তিনি বলেন, শিলচরে বিজেপি শাসিত বোর্ড গঠনের পর এসসি জাতিভূক্ত লোকরা যাতে অতি সহজে সার্টিফিকেট পেতে পারেন তারজন্য বোর্ডের তরফে সুপারিশ কর্মশালার উদ্যোগ নেওয়া হয়েছে, এটা তাদের ৩০ তম কর্মশালা, এই কর্মশালা আরও চলবে।
কালাইনে এসসি সার্টিফিকেট প্রদানের সুপারিশ কর্মশালায় জনতার ঢল______
বিজেপি কালাইন মণ্ডল কমিটির সভাপতি নিত্যগোপাল দাসের পৌরহিত্যে অনুষ্ঠিত এদিনের কর্মশালায় ছিল জনতার ঢল, প্রায় দেড় সহস্রাধিক লোককে এসসি সার্টিফিকেটের জন্য সুপারিশ করেন এসসি ডেভেলাপমেন্ট বোর্ডের চেয়ারম্যান নীহাররঞ্জন দাস। কাটিগড়ার সাংসদ প্রতিনিধি সুখেন্দু কর বলেন, এখনও কাটিগড়ার বহু তপশীলি সম্প্রদায়ভুক্ত মানুষের এস সি সার্টিফিকেট নেই তার প্রমাণ আজকের এই জনতার ঢল। বিজেপি পরিচালিত বোর্ড সার্টিফিকেট প্রদানের সুপারিশ কর্মশালার মাধ্যমে একটি সুন্দর সুযোগ করে দিয়েছে, এখন আর সার্টিফিকেট তৈরী করতে কোন অসুবিধা হবে না। সাংসদ প্রতিনিধি কাটিগড়ার তপশীলি জাতিভূক্ত লোকদের সার্টিফিকেট তৈরী করে সরকারী প্রকল্পের সুবিধা নেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য এদিনের কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি তফসিলি জাতি মোর্চার কাছাড় জেলা সাধারণ সম্পাদক অবিনাশ জগজ্যোতি, বিজেপি এসসি মোর্চার কালাইন মণ্ডল সভাপতি জয় গোপাল রায়, শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলাপমেন্ট বোর্ডের সদস্যদ্বয় যথাক্রমে কুমুদ রায় ও রানু দাস, কো-অপারেটিভ চেয়ারম্যান অসিত বরণ রায় সহ অন্যান্যরা।