চন্দ্রগিরি ক্লাবে চক্ষু পরীক্ষা শিবির, বৃক্ষ রোপন ও সম্মাননা অনুষ্ঠান
বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : অমৃত বৃক্ষ অভিযান ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠান হয়। রবিবার আয়োজিত শিবিরে ১৫০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয় এবং এর মধ্যে ২৫ জনের ছানি শনাক্তকরণ করা হয়। এ দিনের শিবিরে চক্ষু পরীক্ষা করেন ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি ও চৌধুরী আই, ক্লিনিকের পক্ষে ডাঃ শেখ মোহাম্মাদ আরিফ মনসুর, ডাঃ সুরভি সাহা ও ডাঃ সর্বজিৎ মজুমদার। এ ছড়াও টেকনিক্যাল পার্সন হিসেবে উপস্থিত ছিলেন রাজু রায় ও দেবজ্যোতি দাস।
এ দিনের শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন সোনাই সার্কল অফিসার মারিয়া তানিম। চন্দ্রগিরি ক্লাবের সম্পাদক ড.আব্দুল মতিন লস্করের পৌরোহিত্য সভায় বক্তব্যে চন্দ্রগিরি ক্লাবের এ হেন কাজের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতে ক্লাবের সব ধরনের কল্যাণমূলক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে সার্কল অফিসার মারিয়া তানিমকে “প্রতিভা সম্মান” দেওয়া হয়। তিনি ছাত্র জীবন থেকে শুরু করে চাকরি জীবনে যে ব্যতিক্রমী কাজের স্বাক্ষর রাখছেন, এতে ক্লাব তাঁকে এ সম্মানে ভূষিত করে।
দিনের শিবিরে লায়ন্স ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন এনামুল ইসলাম লস্কর এবং তিনি সংযোজকের ভূমিকা পালন সহ সারাদিন শিবিরে সহযোগিতা করেন। ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন অমিরুল ইসলাম চৌধুরী, তাহের আহমেদ লস্কর, রুহুল আলম চৌধুরী, ইসাদূল ইসলাম চৌধুরী, সাহারুল ইসলাম চৌধুরী, কণিকা দে, সুমিতা দাস, শিরিমা বেগম লস্কর, শিপ্রা দাস, দেবশ্রী, আলপনা, সুভাষ, রূপক, মাহাজ, পুস্পা সহ অনেকে।
একই দিনে ক্লাবে অমৃত বৃক্ষ অভিযানের সূত্রে বৃক্ষ রোপন করা হয়। বৃক্ষ রোপন করেন অতিথি ডাক্তার সহ ক্লাবের সদস্যরা। বৃক্ষ রোপন করে ডাঃ সুরভি সাহা বলেন, বৃক্ষ আমাদের জীবন বাঁচানোর সঙ্গে যুক্ত, তাই বৃক্ষ রোপন সহ এর পরিচর্চা করে গাছগুলোকে বড় করে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।