উত্তর-পূর্বের জমি প্রতিবেশী দেশের কাছে বিক্রির চুক্তি কংগ্রেসের : হিমন্ত

১৭ সেপ্টেম্বর : প্যারোডিতে প্রধানমন্ত্রীকে উপহাস! কংগ্রেসের আচরণের কড়া নিন্দা করল বিজেপি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি কার্টুন। এই প্যারোডি ঘিরে শুরু হয়েছে চরম বিতর্ক। বিজেপির অভিযোগ এই প্যারোডির মাধ্যমে উপহাস করা হয়েছে দেশের প্রধানমন্ত্রীকে। গ্র্যান্ড ওল্ড পার্টির X (পূর্বতন টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করা একটি অ্যানিমেটেড ভিডিও দেখায় যে দেশের মানচিত্র থেকে পুরো উত্তর-পূর্ব অঞ্চলটি হারিয়ে গেছে।

কংগ্রেসের এক্স অ্যাকাউন্টে ভিডিওটির একটি স্ক্রিনশট ভাগ করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে কংগ্রেসের প্রধানমন্ত্রী মোদিকে উপহাস করার প্রচেষ্টায়, এটি কোনও প্রতিবেশী দেশের কাছে সমগ্র উত্তর-পূর্ব অঞ্চল বিক্রি করার একটি চুক্তি করেছে। এই প্রসঙ্গে সিএম শর্মা লিখেছেন,’মনে হচ্ছে কংগ্রেস দল গোপনে উত্তর-পূর্বের সমগ্র জমি প্রতিবেশী দেশের কাছে বিক্রি করার চুক্তি করেছে। এই জন্যই কি রাহুল বিদেশ গেলেন? নাকি দল শারজিল ইমাম’কে সদস্যপদ দিয়েছে।’
খবর : Asianet বাংলা।

Author

Spread the News