হাইলাকান্দিতে বিশ্ব ওজন দিবস পালিত

বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের  লালা ব্লক এবং হাইলাকান্দির রোটারি ক্লাবের যৌথ  ব্যবস্থাপনায় শনিবার হাইলাকান্দির র‍্যয়েল হাইস্কুলে বিশ্ব ওজন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এদিন সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন মজুমদারের পৌরোহিত্যে এক সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে উৎসাহ যুগানো হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন রোটারি ক্লাবের সম্পাদক লুতফুর রহমান বড়ভূইয়া। তিনি ওজন দিবস পালনের তাৎপর্য বিষদ ভাবে শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। মানব কল্যাণে বায়ু মণ্ডলের উপরে থাকা ওজন স্তর কিভাবে সাহায্য করে তা ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন। সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে জীবকুল কে কিভাবে ওজন স্তর রক্ষা করছে, তা ব্যাখ্যা করেন। তিনি বলেন ওজন স্তরের বিপর্যয় সম্পর্কে সর্বপ্রথম ভিয়েনা শহরে ১৯৮৫ সালে বিভিন্ন দেশের রাষ্ট্র নেতারা। এর ফল সরূপ ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর কানাডার মন্ট্রিল শহরে এক চুক্তি স্বাক্ষরিত হয় যাকে মন্ট্রিল প্রোটোকল বলা হয়। উক্ত অনুষ্ঠানে ওজন স্তর ধ্বংসের জন্য দায়ী গ্যাসের নির্গমন কমানোর জন্য এক পরিকল্পনা গৃহীত হয়েছে। সেই থেকে প্রতি বছর এই  দিনটি গোটা বিশ্বে ওজন দিবস পালিত হয়ে আসছে।

হাইলাকান্দিতে বিশ্ব ওজন দিবস পালিত

অনুষ্ঠানে হাইলাকান্দি রোটারি ক্লাবের ইয়ুথ সার্ভিস ডিরেক্টর শংকর চৌধুরী রোটারি ক্লাবের বিভিন্ন বিষয় শিক্ষার্থীদের সামনে তুলে ধরে বলেন আন্তর্জাতিক স্তরে রোটারি জলবায়ু পরিবর্তন নিয়ে যেধরনের পদক্ষেপ গ্রহণ করছে তা তুলে ধরে ছাত্রছাত্রীদের বৃক্ষ রোপনে এগিয়ে আসতে আহ্বান জানান। এই সভায় অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের লালা ব্লকের কো-অর্ডিনেটর জিয়া উদ্দিন বড়ভূইয়া, শিক্ষক সরিফ আহমেদ মজুমদার প্রমুখ। সভায় ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে এর উত্তর দেওয়া হয়।

Author

Spread the News